বিআইএ’র নতুন নেতৃত্বের সাথে আইডিআরএ’র মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: বীমা মালিকদের সংগঠন বিআইএ’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম। বৃহস্পতিবার (১৩ মার্চ) কর্তৃপক্ষের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে দেশের বীমা খাতের উন্নয়ন এবং এ খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট ও গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদের নেতৃত্বে সংগঠনটির নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চার সদস্য মো. আপেল মাহমুদ (লাইফ), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), মো. ফজলুল হক (প্রশাসন) এবং মিজ তানজিনা ইসমাইল (আইন) উপস্থিত ছিলেন।
বিআইএ’র ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান, ভাইস-প্রেসিডেন্ট কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু, নির্বাহী সদস্য, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসেইন আখতার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েফ বিন ইউসুফ, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ সিকদার এবং বেস্ট লাইফের পরিচালক সৈয়দ বদরুল আলম;
পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. কাজীম উদ্দিন, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ফারজানা চৌধুরী, জেনিথ ইসলামি লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আব্দুল মতিন, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. এ কে এম সরোয়ার জাহান জামিল মঞ্চে উপস্থিত ছিলেন।