স্বস্তি ফিরেছে বীমাখাতে: বিএম ইউসুফ
নিজস্ব প্রতিবেদক: বীমাখাতে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। আজ সোমবার বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পপুলার লাইফের দাবি পরিশোধে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় ১০৬৮ জন গ্রাহক ও গ্রাহকের নমিনিকে ৪ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা দাবি বাবদ পরিশোধ করা হয়। এর মধ্যে ৪৮টি মৃত্যদাবি ও বাকি ১০২০টি মেয়াদত্তীর্ণ দাবি পরিশোধ করা হয়।
সভাপতির বক্তব্যে বিএম ইউসুফ আলী বলেন, বর্তমানে আইডিআরএ যারা দায়িত্ব পেয়েছেন তারা সকলেই ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পেয়েছেন। এক সময় তারা পরোক্ষভাবে বীমাখাতের দেখভাল করতেন। এখন সরকার তাদের সরাসরি দায়িত্ব দিয়েছেন। এতে আমাদের ৭৮টি কোম্পানির এমডিদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এর আগে আইডিআরএ উন্নয়নের চেয়ে নিয়ন্ত্রণেই বেশি গুরুত্ব দিত। অবস্থা ছিল একে ধরা ওকে ধরা। নিয়ন্ত্রক সংস্থায় যাদের দায়িত্ব দেয়া হয়েছিল। তারা এক সময়ে এ সেক্টরেই বিভিন্ন ঊর্ধ্বতন পদে চাকরি করতেন। তাই তাদের নানান উদ্যেশ্য ছিল। এতে কোম্পানিগুলো অযাচিতভাবে হয়রানির শিকার হয়েছে। আমরা আশা করছি এখন আর সে অবস্থা হবে না। এখন যা হবে তা আইনের মাধ্যমেই হবে তাই আমাদের কোট-কাচারিতে যেতে হবে না।
আমরা চাইব আমাদের ভুল ভ্রান্তিগুলো নিয়ন্ত্রক সংস্থা ধরিয়ে দেবে। আমাদের উন্নয়ন যেমন করবে। উন্নয়নের প্রয়োজনে শাসনও করবে। আমরা তা মাথা পেতে নেব। দীর্ঘ দিন ধরে বীমাখাত নিয়ে একটা নেতিবাচক ধারণা রয়েছে। আমরা মনে করি তার এখন পরিবর্তন আসবে।
বীমার গুরত্ব সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশে ব্যাংকে বেশি গুরুত্ব দেয়া হয়। কিন্তু আমরা মনে করি অর্থনীতির যে কয়েকটি খাত রয়েছে তার মধ্যে বীমা সব চেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাংক ছাড়া বীমা চলতে পারবে। কিন্তু বীমা ছাড়া ব্যাংক একদিনও কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
পপুলার লাইফ বীমাখাতের উন্নয়নে ব্যবসা শুরুর প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শুধু অর্থনৈতিক উন্নয়নই নয় সামাজিক খাতেও পপুলার লাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্যে মাদক বিরোধী আন্দোলন, বন্যাদুর্গতদের আর্থিক সহায়তা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেয়াসহ নানা সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি বলেন, পপুলার লাইফ এ যাবত ২৩ লাখ ৭৯ হাজার ৮৯৩ জন গ্রাহককে ২ হাজার ৪শত ৫১ কেটি ৪০ লাখ টাকা দাবি পরিশোধ করেছে। এছাড়া পপুলার লাইফে বর্তমানে দেড় লাখ লোক পার্টটাইম ফুলটাইম কাজ করছে।