মুখ্য নির্বাহী নিয়োগ দেবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আবেদন শেষ ৬ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক: মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ দেবে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ৬ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন দাখিল করতে বলা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে গত ১৮ মার্চ এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রি। তবে যেকোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা চাওয়া হয়েছে, নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কমপক্ষে ১২ বছরের কর্ম অভিজ্ঞতা। এর মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কমপক্ষে ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
পূর্ণকালীন এই চাকরির ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪৮ থেকে ৬০ বছর। তবে উপযুক্ত প্রার্থীদের জন্য বয়স শিথিল করা যেতে পারে। কর্মস্থল হবে ঢাকার মহাখালী। আইডিআরএ'র বিধি অনুসারে মুখ্য নির্বাহীর আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারিত হবে।
মুখ্য নির্বাহীর জন্য প্রয়োজনীয় দক্ষতার বিষয়ে বলা হয়েছে- আইডিআরএ'র প্রবিধান অনুযায়ী (ওয়েবসাইট: http://www.idra.org.bd/) যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। যেকোনো স্বনামধন্য নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্রমাণিত অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।
করপোরেট ফাইন্যান্স এবং পারফর্ম্যান্স ম্যানেজমেন্ট প্রিন্সিপল সম্পর্কে ভালো বোঝাপড়া।বিপণন, অর্থ, আইটি ইত্যাদির মতো বিভিন্ন ব্যবসায়িক ফাংশনের সাথে পরিচিতি। করপোরেট গভর্নেন্স এবং ম্যানেজমেন্ট অনুশীলনের গভীর জ্ঞান। বিশ্লেষণাত্মক ক্ষমতার পাশাপাশি চমৎকার যোগাযোগ দক্ষতা।
আবেদন প্রক্রিয়ায় বলা হয়েছে, প্রার্থীদের সাম্প্রতিক তোলা এক কপি ছবিসহ তাদের জীবনবৃত্তান্ত কোম্পানির নির্ধারিত ই-মেইল [email protected] এ পাঠাতে হবে। অথবা হার্ড কপি- বোর্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি (১৩ তলা), অ্যাডভান্সড নূরানী টাওয়ার, ১ মহাখালী সি/এ, ঢাকা -এই ঠিকানায় পাঠাতে হবে।
এ ছাড়াও প্রার্থীর আবেদনপত্র- চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), ৩৭ দিলকুশা বা/এ (৮ম ফ্লোর), ঢাকা-১০০০ -এই আবেদন পাঠানো যাবে।