ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার পাবনা জোনের উন্নয়ন সভা

সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের পাবনা জোন অপারেশন সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) পাবনা শহরের লতিফ টাওয়ারে অবস্থিত কাশমেরী ফুড গার্ডেনের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমা ডিভিশনের প্রধান আনোয়ারুল হক। উপ-ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, পাবনা জকের সব ইউনিটকেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সেরাদের সেরা হবার প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠিত সভায় পাবনা জকের উন্নয়ন ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক, অপারেশন্স ম্যানেজার মো. নজরুল ইসলাম, প্রথম সারির ইউনিট ম্যানেজারদের মধ্যে সুজানগর ইউনিটের ইউনিট ম্যানেজার গনেশ চন্দ্র সাহা সহ অন্যান্য ইউনিট ম্যানেজারগণ এবং বীমা এজেন্টবৃন্দ উৎসাহ-উদ্দীপনামূলক বক্তব্য রাখেন এবং কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।