মৌলভীবাজারে ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমার মৌলভীবাজার জোন অপারেশন সেন্টারের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) শ্রীমঙ্গল পৌর মিলনায়তন-কেন্দ্রে ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার মৌলভীবাজার জোন অপারেশন সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক, মৌলভীবাজার জোন অপারেশন সেন্টারের সহকারী উন্নয়ন ব্যবস্থাপক সমীরন রুদ্র পাল ও মো. জামাল উদ্দিন এবং অপারেশন ম্যানেজার আশীষ কুমার রায়।
ফিন্যান্সিয়াল এসোসিয়েট এবং ইউনিট ম্যানেজারদের সমন্বয়ে আয়োজিত সভায় কর্মীগণ তাদের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি তুলে ধরা সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
‘স্বপ্ন বাচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমা কে সঙ্গে করে’ এই স্লোগানকে সামনে রেখে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক ক্ষুদ্র বীমার কার্যক্রম প্রান্তিক জনগোষ্টীর মাঝে পৌঁছে দিতে কর্মীদের নিবিড়ভাবে কাজ করার জন্য আহবান জানান।