মুখ্য নির্বাহী নিয়োগ দেবে চার্টার্ড লাইফ, আবেদন শেষ ১০ মে

নিজস্ব প্রতিবেদক: মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেবে বেসরকারি লাইফ বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। গত ৩ মে এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করেছে বীমা কোম্পানিটি।

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র ওয়েবসাইটেও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ মে ২০২৫ তারিখের মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র [email protected]–এই ই-মেইলে সিভি পাঠাতে হবে।

অথবা এইচআর বিভাগ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, ইসলাম টাওয়ার (লেভেল-৮), ৪৬৪/এইচ, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯ -এই ঠিকানায় আবেদন পাঠাতে হবে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা অনুসারে এ পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যুন ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

তবে যেকোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতার ক্ষেত্রে- আবেদনকারীর লাইফ বীমা খাতে কমপক্ষে ১২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। একইসঙ্গে মুখ্য নির্বাহীর অব্যবহিত নিম্নপদে কমপক্ষে ২ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য প্রয়োজনীয়তার বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আইডিআরএ'র প্রবিধান অনুযায়ী (ওয়েবসাইট এ পাওয়া যাবে: https://idra.org.bd/) । যেকোনো লাইফ বীমা কোম্পানিতে সিইও হিসেবে প্রমাণিত অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে।

একইসঙ্গে করপোরেট গভর্ন্যান্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ও পারফরমেন্স ম্যানেজমেন্টের দৃঢ় ধারণা এবং চমৎকার যোগাযোগ দক্ষতার সাথে বিশ্লেষণাত্মক ক্ষমতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের।

মুখ্য নির্বাহীর মূল দায়িত্ব হবে- কোম্পানির পলিসির সফল বাস্তবায়ন।ব্যবসার উন্নয়ন এবং কোম্পানির বৃদ্ধি নিশ্চিত করা। কৌশলগত পরিকল্পনা এবং বাস্তবায়ন বিকাশ। নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার এবং বোর্ডের মধ্যে যোগাযোগ। একটি কার্যকর এবং দক্ষ ব্যবস্থাপনা দল গড়ে তোলা। বোর্ডের সম্পূর্ণ জবাবদিহিতা এবং পুরো কোম্পানির অপারেশন অনুমান করা।

উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বেতন-ভাতা নির্ধারিত হবে।আর অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন- আইডিআরএ'র নিয়ম ও প্রবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কোম্পানির নীতি অনুযায়ী।

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন