থার্ড পার্টি মোটর বীমা পুনরায় চালু প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: পৃথিবীর প্রায় সকল দেশে মোটর অধ্যাদেশ বা অর্ডিনেন্স বা আইনের মাধ্যমে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ মোটর বীমা বাধ্যতামূলক করা হয়েছে।
দীর্ঘদিন ধরে এর অনুসরণে বাংলাদেশে অ্যাক্ট অনলি বা থার্ড পার্টি মোটর বীমা বাধ্যতামূলকভাবে চালু করা হয়। কিন্তু দুঃখজনকভাবে কোন রহস্যময় কারণে গত কয়েক বছর ধরে তা বাতিল করা হয়।
তৃতীয়পক্ষ মোটর বীমা বাতিলের ফলে সড়কে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যা কোন সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
আশ্চার্যজনকভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বা বীমার সাথে সংশ্লিষ্ট মহলের এ ব্যাপারে কোন চিন্তা বা মাথা ব্যাথা আছে বলে মনে হয় না।
এটি একটি মারাত্মক সমস্যা এবং জাতির জন্য লজ্জাস্কর ব্যাপার। এর আসু সমাধান হওয়া প্রয়োজন। এর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করছে তা জানার অধিকার জনগণের রয়েছে।
অনির্দিষ্টকালের জন্যে এই অবস্থা চলতে দেয়া যেতে পারে না।
সড়কে নৈরাজ্যজনক পরিস্থিতির অবসানে এবং বৃহত্তর জনস্বার্থে আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সাথে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।