বাকীতে বীমা ব্যবসা বন্ধ হোক, শুরু হোক শুদ্ধ চর্চা
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: বাকীতে বীমা ব্যবসা। শুনতে অবাক মনে হলেও নন-লাইফ বীমা খাতে বহুদিন যাবৎ এই বেআইনি চর্চা চলে আসছে। বিশেষ করে পুনর্বীমার ক্ষেত্রে।
বীমা করপোরেশন অ্যাক্ট অনুযায়ী বেসরকারি বীমা কোম্পানিগুলোর সম্পত্তি বীমার শতকরা ৫০ ভাগ ঝুঁকি সরকারি খাতে একমাত্র পুনর্বীমা কোম্পানি সাধারণ বীমা করপোরেশনের কাছে পুনর্বীমা করা বাধ্যতামূলক করা হয়েছে।
নন-লাইফ বীমা খাতে দীর্ঘদিন যাবত একটি অপচর্চা চলে আসছে। আর তা হচ্ছে, পুনর্বীমা প্রিমিয়াম এবং দাবির সমন্বয়।
এই ধরনের বন্দোবস্ত বা আয়োজন এক প্রকার বাকীতে বীমা ব্যবসা করার সামিল। যা নন-লাইফ বীমা আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ।
আশ্চর্যজনকভাবে বেআইনি হওয়া সত্বেও এই অপচর্চা বছরের পর বছর ধরে চলে আসছে।
অবশেষে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) এ ব্যাপারে শক্ত হাতে লাগাম টেনে ধরার চেষ্টা করছে। যা বিলম্বে হলেও সাধুবাদ পাওয়ার যোগ্য।
এ ধরনের চর্চা পৃথিবীর অন্য কোন দেশে প্রচলিত নাই এবং এটি বীমা নীতির সম্পূর্ণ পরিপন্থি। আন্তর্জাতিক বীমা বাজারেও বাকীতে বীমা করার কোন সুযোগ নাই।
অনতিবিলম্বে দেশের বীমা খাতে এই বেআইনি চর্চা বন্ধ করতে হবে।
বীমা আইন লঙ্ঘন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহীতার অভাব মূলত দেশের বীমা খাতের বর্তমান নৈরাজ্যজনক অবস্থার জন্য দায়ি।