আইডিআরএ’র জবাবদিহীতার অভাব প্রসঙ্গে
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: আমাদের সমাজে প্রায় সকল ক্ষেত্রে জবাবদিহীতার অভাব পরিলক্ষিত হয়। বীমা খাতও তার ব্যতিক্রম নয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কার্যকলাপে জবাবদিহীতার কোন পরিচয় পাওয়া যায় না। একথা বললে ভুল হবে না যে, তারা এক প্রকার গা ছাড়া গোছের কাজ করেই ক্ষ্যান্ত।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাজে সিরিয়াসনেসের যথেষ্ট অভাব রয়েছে। বলতে গেলে বিগত প্রায় দেড় দশকে বীমা খাতের তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়নি। আর এর দায়িত্ব বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকেই নিতে হবে।
বীমা গ্রাহকের স্বার্থে কি কারণে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যার্থ তা জানা প্রয়োজন।
জবাবদিহীতার অভাব এক প্রকার অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। এর অবসান হওয়া প্রয়োজন।
বীমা খাতের সাথে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহীতার আওতায় আনা প্রয়োজন। অন্যথায় বীমা খাতের উন্নয়ন সম্ভব নয়।
আশা করি বীমা খাতের বৃহত্তর স্বার্থে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমা আইন লঙ্ঘনকারি বীমা কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।