দাবি পরিশোধ নিয়ে ৬ লাইফ বীমা কোম্পানির পরিচালকদের সাথে আইডিআরএ’র বৈঠক
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের বকেয়া বীমা দাবি দ্রুত পরিশোধের জন্য তাগিদ দিতে ৬টি লাইফ বীমা কোম্পানির পরিচালকদের সাথে গভার্ন্যান্স রিভিউ সভা করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। গত ১৭ ও ২০ মার্চ কর্তৃপক্ষের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্থাটির চেয়ারম্যান ড. এম আসলাম আলম এতে সভাপতিত্ব করেন।
আইডিআরএ’র গভার্ন্যান্স রিভিউ সভায় অংশ নেয়া ৬ লাইফ বীমা কোম্পানি হলো- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বায়রা লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উপ-পরিচালক ও মুখপাত্র মো. সোলায়মান ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বলেন, লাইফ বীমা খাতের এই ৬টি কোম্পানি গ্রাহকের বীমা দাবি ৫ শতাংশের নিচে পরিশোধ করেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
এক্ষেত্রে বৈঠকে অংশ নেয়া ওই ৬ লাইফ বীমা কোম্পানিকে গ্রাহকের বকেয়া বীমা দাবি দ্রুত পরিশোধের জন্য ৩ মাসের একটি পরিকল্পনা জানাতে বলা হয়েছে। এই পরিকল্পনা তাদেরকে ১০ দিনের মধ্যে কর্তৃপক্ষে দাখিল করতে হবে বলে জানান আইডিআরএ’র মুখপাত্র।
আইডিআরএ’র ওয়েবসাইটে প্রকাশিত লাইফ বীমাকারী প্রতিষ্ঠানসমূহের অনিষ্পন্ন দাবির তালিকা অনুসারে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক তথা সেপ্টেম্বর মাস পর্যন্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের বকেয়া বীমা দাবির পরিমাণ ছিল ২ হাজার ৩১০ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৪০৩ টাকা।
এই বকেয়া বীমা দাবির পরিমাণ পদ্মা ইসলামী লাইফে ২২৯ কোটি ২০ লাখ ৬৯ হাজার ৮৯৭ টাকা, সানফ্লাওয়ার লাইফে ১৪৪ কোটি ১১ লাখ ৮৮ হাজার ১১৪ টাকা, বায়রা লাইফে ৬৪ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৮৩৭ টাকা, সানলাইফে ৫৬ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকা এবং গোল্ডেন লাইফে ৩৬ কোটি ৯০ লাখ ১৩ হাজার ২১ টাকা।
এ বিষয়ে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বলেন, কর্তৃপক্ষের সাথে আমাদের কোম্পানির বৈঠক হয়েছে গত ২০ মার্চ। ওই বৈঠকে গ্রাহকদের বকেয়া বীমা দাবি দ্রুত পরিশোধের জন্য আমাদের কোম্পানির ৩ মাসের একটি পরিকল্পনা চেয়েছে কর্তৃপক্ষ।
আমজাদ হোসেন জানান, আগামী ৮ এপ্রিল এই লিখিত পরিকল্পনা দাখিল করতে হবে। এক্ষেত্রে গ্রাহকদের বকেয়া বীমা দাবি কিভাবে পরিশোধ করা হবে; কবে নাগাদ কোম্পানির প্রধান কার্যালয় খোলা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।