বীমা খাতের সংস্কার এবং আমাদের করণীয়
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: গত ১২ মার্চ ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথ উদ্যোগে আইডিআরএ কার্যালয়ে এই ‘বীমা খাতের সংস্কার এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্যবৃন্দ ও উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বীমা খাতের সাথে সম্পৃক্ত সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম অকপটে বীমা খাতের বর্তমান নৌরাজ্যজনক অবস্থার করুণ চিত্র তুলে ধরেন।
তিনি বর্তমান বীমা আইনের বিভিন্ন ত্রুটিপূর্ণ দিক বা বিষয় নিয়ে গভীরভাবে সমালোচনা করেন।
তিনি উল্লেখ করেন, বর্তমান বীমা আইন বীমা গ্রাহকের স্বার্থ রক্ষার পরিবর্তে বীমা মালিকদের অনুকূলে সৃষ্টি করা হয়েছে।
তিনি তার বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’কে ক্ষমতায়ন না করার বিষয়ে অভিযোগ করেন। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে বীমা আইন, ২০১০ এ দেয়া কর্তৃত্ব এবং ক্ষমতা কি তারা সঠিকভাবে ব্যবহার করছেন?
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বক্তব্য বিশ্লেষণ করলে এটা স্পটই প্রতিয়মান হয় যে, আইডিআরএ নিজেদের ব্যর্থতা এবং অক্ষমতা অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি দৃঢ়ভাবে বলতে পারবে বীমা খাতের সংস্কারের ব্যাপারে তারা কোন উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে?
আশাকরি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বর্তমান বীমা আইনে তাদের উপর অর্পিত বা ন্যাস্ত দায়িত্ব কোন প্রকার অজুহাত বা গরিমসি ছাড়াই সঠিকভাবে প্রতিপালনে সচেষ্ট হবে।