জরুরি ভিত্তিতে থার্ড পার্টি মোটর বীমা পুনরায় চালু করা প্রসঙ্গে

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: পৃথিবীর বিভিন্ন দেশে আইন বা মোটর অর্ডিনেন্সের মাধ্যমে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ মোটর বীমা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে মোটর এক্ট বীমা চালু ছিল। কিন্তু পতিত সরকার কোন প্রকার কারণ ছাড়াই এই বীমা বাতিল করে দেয়। এই অদ্ভুত সিদ্ধান্তে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অতিতে এই পত্রিকায় একাধিকবার এই বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

দেশে প্রতিদিন রাস্তায় লাখ লাখ মোটর গাড়ী ব্যবহৃত হয়। আশংকা করা হয় অসংখ্য গাড়ী বীমা ছাড়া রাস্তায় চলাচল করছে।

সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য মানুষের হতাহতের খবর বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হচ্ছে।

অথচ এই গুরত্বপূর্ণ বিষয় নিয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন চিন্তা বা মাথা ব্যথা আছে বলে মনে হয় না।

কোন সভ্য সমাজে এই ধরনের ঘটনা চিন্তাই করা যায় না।

এই ভয়াবহ পরিস্থিত থেকে উদ্ধার পেতে হলে অনতি বিলম্বে তৃতীয় পক্ষ মোটর বীমা বাধ্যতামূলকভাবে পুনরায় চালু করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

[সংশোধিত]