বীমাখাতের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: আইডিআরএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বীমাখাতের উন্নয়নে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী।  তিনি বলেন, এ খাতের প্রধান সমস্যা  উচ্চ হারে ব্যয় ও দক্ষ জনবলের অভাব।  সবার আন্তরিক প্রচেষ্টাতেই এ সমস্যার সমাধান করতে হবে।

আজ সোমবার বিকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে পপুলার লাইফের দাবি পরিশোধে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইডিআরএ'র চেয়ারম্যান

তিনি বলেন, এর আগে বীমাখাতে সক্রিয় নিয়ন্ত্রণ সংস্থা ছিল না। এখন নতুন আইন হয়েছে। নতুন নিয়ন্ত্রণ সংস্থা গঠন হয়েছে। আমরা পার্শ্ববর্তী দেশের মতো বড়ভাবে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়েছি। সেটা ভারতের আদলে গড়েছি। এ ধরণের সংগঠন নেপালে আছে, ভুটানে আছে, মিয়ানমারেও আছে।

তিনি বলেন, পুরো সেক্টর শৃঙ্খলার মধ্যে নেই। এখন সমস্যা হচ্ছে আমরা আইন প্রণয়ন করেছি ঠিকই, প্রবিধানমালা করা হয়নি। আমরা ১৭টা বিধি-প্রবিধান করেছি। এখনো আমাদেরকে ৫০টা প্রবিধান করতে হবে। বীমাখাতে শৃঙ্খলা আনতে গেলে এসব প্রবিধান প্রণয়ন খুব জরুরি।  

তিনি বলেন, বীমাখাতে আরো একটি বড় সমস্যা হচ্ছে দক্ষ জনবলের অভাব। প্রশিক্ষণের অভাব। আমরা এজেন্টদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

তিনি বলেন, বীমাখাতের সমস্যাগুলো সবাই জানেন। প্রবিধানমালা প্রণয়নের পাশাপশি আইন কার্যকর করতে সকলে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। তাহলে এ সেক্টরে একটি গতি আসবে। এ ক্ষেত্রে মিডিয়াকেও একটি বড় ভূমিকা পালন করতে হবে। বীমা দাবি পরিশোধসহ ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। যাতে বীমার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসে।

তিনি পাশ্ববর্তী দেশগুলোর তুলনায় বীমাখাতে বাংলাদেশের অবস্থান তুলনা করে বলেন, জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন খুবই নগন্য। ভারতে ৪%, পাকিস্তানেও আমাদের চেয়ে বেশি। অথচ বহু ইন্ডিকেটরে কিন্তু আমরা এগিয়ে আছি ভারতের চেয়ে। কিন্তু এখানে আমরা পারছি না কেন? এত বড় সংগঠন আমাদের, ৭৮টি প্রতিষ্ঠান। আমরা সিরিয়াস হলে অবশ্যই আমরা সক্ষম হবো।

তিনি বলেন, ২০২১ সাল গুরুত্বপূর্ণ বছর আমাদের জন্য। মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে। তারপর ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে পরিণত করতে হবে। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। এ দায়িত্ব সবাই মিলে, যার যার দায়িত্ব পালন করলেই আমরা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের পরিণত করতে পারব।