বীমা খাত সংস্কারে প্রস্তাবনা নিয়ে মতবিনিময় সভা শনিবার

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ‘বীমা আইন-২০১০’-এর সংশোধনী ও বীমা খাত সংস্কারে প্রস্তাবনা বিষয়ক একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাগর-রুনি মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়েছে।

ইন্স্যুরেন্স নিউজ বিডি আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট বীমা ব্যক্তিগণ অংশগ্রহণ করবেন এবং জাতীয় প্রেক্ষাপটে এই খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

উল্লেখ্য, ইন্স্যুরেন্স নিউজ বিডি আর্থিকখাতের অন্যতম শাখা বীমাশিল্প নিয়ে কাজ করে যাচ্ছে। এই শিল্পকে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে এগিয়ে আনা ইন্স্যুরেন্স নিউজ বিডির প্রচেষ্টা।

বীমা খাতের সময়োপযোগী এবং সময়ের সাথে পরিবর্তীত ব্যবসায়িক তথ্য যোগান দিয়ে পাঠকদের দ্রুতবর্ধনশীল, প্রতিযোগিতামূলক এবং জটিল বাজারের জন্য তৈরী হতে সহায়তা করছে ইন্স্যুরেন্স নিউজ বিডি।