কাল যশোরে ৩৩৭৪ গ্রাহকের বীমা দাবি পরিশোধ করবে পপুলার লাইফ
নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একসঙ্গে ৩ হাজার ৩৭৪ জন বীমা গ্রাহকের দাবি পরিশোধ করতে যাচ্ছে। আগামীকাল বুধবার যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে চেক হস্তান্তর অনুষ্ঠান ও গ্রাহক সমাবেশ আয়োজন করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সদস্য গকুল চাঁদ দাস এবং বিশেষ অতিথি থাকবেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমদ।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে ৩ হাজার ৩৭৪ জন বীমা গ্রাহকের মাঝে ৬ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৯৬৫ টাকার দাবি পরিশোধ করা হবে। গ্রাহক সমাবেশে বীমা গ্রাহক, বীমা কর্মী ও কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।