কাল শরীয়তপুরে ১৪১৯ গ্রাহকের দাবি পরিশোধ করবে পপুলার লাইফ

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ১ হাজার ৪১৯ জন বীমা গ্রাহকের ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৬৪২ টাকার দাবি পরিশোধ করবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার কোম্পানির স্থানীয় কার্যালয়ের সেমিনার কক্ষে চেক হস্তান্তর ও সুধী সমাবেশ আয়োজন করা হয়েছে।

কোম্পানির অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানির সিনিয়র কনসালটেন্ট আব্দুল আউয়াল হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নওশের আলী নাঈম,

উপ-ব্যবস্থাপনা পরিচালক (নবায়ন বিভাগ) মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও পপুলার ডিপিএস প্রকল্পের পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং উর্ধ্বতন জেনারেল ম্যানেজার ও একক বীমা প্রকল্পের পরিচালক মোহাম্মদ এনামুল হক।

এরআগে নওগাঁয় ১ হাজার ৩৪২ জন বীমা গ্রাহকের দাবি বাবদ ২ কোটি ৩ লাখ ৬৬ হাজার ৩০৮ টাকা পরিশাধ করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জেলার পত্নীতলা উপজেলা অডিটোরিয়ামে সম্প্রতি এসব চেক হস্তান্তর করা হয়।

গত ১৮ অক্টোবর বুধবার বিকালে যশোর জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত চেক হস্তান্তর ও সুধী সমাবেশে ৩ হাজার ৩৭৪ জন বীমা গ্রাহকের মাঝে ৬ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৯৬৫ টাকার দাবি পরিশোধ করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।

এরআগে গত ২৫ সেপ্টেম্বর একসঙ্গে ১০৬৮ জন বীমা গ্রাহকের দাবি পরিশোধ করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। আইডিইবি'তে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস।