বীমা গ্রাহকের টাকা আমানত, এর খেয়ানত কোন ধর্মেই সমর্থন করে না
ময়মনসিংহ থেকে মোস্তাফিজুর রহমান টুংকু: বীমা গ্রাহকের টাকা আমানত, এই আমানতের খেয়ানত করা কোন ধর্মেই সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
আজ রোববার বিকালে ময়মনসিংহে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত বীমা গ্রাহকদের দাবির চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। চলমান এই অনুষ্ঠানে জেলার ৪ হাজার ৫৯৪ জন বীমা গ্রাহকের ৯ কোটি ৮ লাখ ১০ হাজার ৫৯৫ টাকার দাবি পরিশোধ করবে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
বিএম ইউসুফ আলী বলেন, বীমা খুব সম্মানিত পেশা, বীমা কোন নিম্নমানের পেশা নয়। বীমাকে পেশা হিসেবে নিয়ে ছিলেন বঙ্গবন্ধু। একদিন বীমার অফিসে বসেই তিনি রাজনীতি করেছেন, ছয় দফার পরিকল্পনা করেছেন।
তিনি বলেন, বীমা ছাড়া দেশ ও অর্থনীতি কোনটাই চলতে পারে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বীমা ছাড়া অচল। বীমা কভার নোট ইস্যু না করলে ব্যাংক কোন এলসি করতে পারবে না। বীমা গ্রাহকের টাকা আমানত, এ আমানত সব কোম্পানিকেই ফেরত দিতে হবে।
পপুলার লাইফের এই মূখ্য নির্বাহী বলেন, আইডিআরএ এর নির্দেশ মেনেই আমরা অনুষ্ঠান করে বীমার টাকা পরিশোধ করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য বোরহান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন- আইডিআরএ’র পরিচালক ফারুক আহম্মেদ। বক্তব্য রাখবেন কোম্পানির অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, সিনিয়র কনসালটেন্ট আব্দুল আউয়াল হাওলাদার, ডিএমডি এবং উর্ধ্বতন কর্মকর্তারা।