ময়মনসিংহে ৯ কোটি টাকার দাবি পরিশোধ করলো পপুলার লাইফ
ময়মনসিংহ থেকে মোস্তাফিজুর রহমান টুংকু: ময়মনসিংহে ৪ হাজার ৫৯৪ জন বীমা গ্রাহকের ৯ কোটি ৮ লাখ ১০ হাজার ৫৯৫ টাকার দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এ উপলক্ষে জেলার অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আজ রোববার চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য বোরহান উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- আইডিআরএ’র পরিচালক ফারুক আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, সিনিয়র কনসালটেন্ট আব্দুল আউয়াল হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশব্যাপী সাধারণ মানুষের ধারণা বীমা কোম্পানিগুলো দাবি পরিশোধ করে না। এ নেতিবাচক ধারণা থেকে বের হয়ে আসতে আইডিআরএ'র পরামর্শে তারা দেশব্যাপী বীমা দাবি পরিশোধের এই উদ্যোগ নিয়েছেন।
বক্তারা আরো জানান, বীমা পেশা শ্রেষ্ঠ পেশা। বীমা ছাড়া দেশ ও অর্থনীতি কোনটাই চলতে পারে না। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বীমা ছাড়া অচল। বীমা কভার নোট ইস্যু না করলে ব্যাংক কোন এলসি করতে পারবে না। বীমা গ্রাহকের টাকা আমানত, এ আমানত সব কোম্পানিকেই ফেরত দিতে হবে।
এরআগে শরীয়তপুরে ১ হাজার ৪১৯ জন বীমা গ্রাহকের ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৬৪২ টাকার দাবি পরিশোধ করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গতকাল শুক্রবার কোম্পানির স্থানীয় কার্যালয়ের সেমিনার কক্ষে চেক হস্তান্তর ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁয় ১ হাজার ৩৪২ জন বীমা গ্রাহকের দাবি বাবদ ২ কোটি ৩ লাখ ৬৬ হাজার ৩০৮ টাকা পরিশাধ করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জেলার পত্নীতলা উপজেলা অডিটোরিয়ামে সম্প্রতি এসব চেক হস্তান্তর করা হয়।
গত ১৮ অক্টোবর বুধবার বিকালে যশোর জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত চেক হস্তান্তর ও সুধী সমাবেশে ৩ হাজার ৩৭৪ জন বীমা গ্রাহকের মাঝে ৬ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৯৬৫ টাকার দাবি পরিশোধ করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স।
এরআগে গত ২৫ সেপ্টেম্বর একসঙ্গে ১০৬৮ জন বীমা গ্রাহকের দাবি পরিশোধ করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। আইডিইবি'তে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী এবং বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস।