আইডিআরএ’র কর্মকর্তা তারেকের অকালমৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম মারা গেছেন। গতকাল বিকাল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বোন ক্যান্সারে ভুগছিলেন এ কর্মকর্তা।

রাতেই তার ধামরাই শরীফবাগ নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়। জানাজায় আইডিআরএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

তারেক আইডিআরএ’র জুনিয়র অফিসার ছিলেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করার পর ২০১২ সালের ২ মে আইডিআরএ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের স্বল্প সময়ে তিনি সকলের প্রিয়পাত্র হয়ে ওঠেন।

গতকাল সন্ধ্যায় তার মৃত্যুর সংবাদ জানার পর থেকে আইডিআরএ’র কর্মকর্তাদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

তারেকের বোন ক্যান্সার ধরা পরে চলতি বছরের মার্চ মাসে। এরপর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

ব্যক্তিজীবনে তারেক সন্তানের পিতা। ছেলে মিফতাহুস সামাদ তাহিম এর বয়স দশ মাস।

তারেক এর ফেসবুক পেজ এ সর্বশেষ স্ট্যাটাস দেন গত ২২ সেপ্টেম্বর। ‍‘কোলকাতা থেকে দুইমাস পরে ফিরছি”।

এবার তিনি চলে গেলেন এমন এক দেশে যে দেশ থেকে কোন স্ট্যাটাস দেয়া যায় না, ফিরে আসার ঘোষণা দেয়া যায় না।