বীমা শিক্ষার গুরুত্ব নেই বীমা কোম্পানির নিয়োগে
আবদুর রহমান: বীমা শিক্ষাকে গুরুত্ব দেয়া হচ্ছে না দেশের বীমা কোম্পানিগুলোর নিয়োগে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বীমা বিষয়ে কোন একাডেমিক শিক্ষা বা প্রশিক্ষণ চাওয়া হয় না। ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট বা এফএ থেকে শুরু করে কোম্পানির গুরুত্বপূর্ণ পদগুলোতেও সাধারণ শিক্ষায় শিক্ষিতদেরই নিয়োগ দেয়া হচ্ছে।
দেশের সরকারি ও বেসরকারি বীমা কোম্পানিগুলোতে বিভিন্ন সময় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। আর এ কারণেই বীমাখাতে শিক্ষিত জনবল বাড়লেও বীমা বিষয়ে শিক্ষিত ও দক্ষ জনবল বাড়ছে না বলে মনে করছেন বীমাখাত বিশ্লেষকরা।
এদিকে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ এজেন্টদের জন্য ৭২ ঘণ্টার বীমা প্রশিক্ষণ বাধ্যতামূলক করায় কোম্পানিগুলো যেসব প্রতিষ্ঠানে তাদের এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে সেগুলোর মান নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ রয়েছে, এজেন্ট প্রশিক্ষণের সিলেবাস বা সময়কাল কোনটাই প্রতিপালন হচ্ছে না। এমনকি প্রকৃত এজেন্টদের প্রশিক্ষণে সম্পৃক্ত করা হচ্ছে না।
সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মেটলাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সসহ সরকারি লাইফ বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রকাশিত ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নিয়োগের বিজ্ঞপ্তিতে দেখা গেছে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ গ্রাজুয়েট। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে প্রার্থীর সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি চাওয়া হয়েছে।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রকাশিত সহকারী অফিসার নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমান। পদটি ক্যাশিয়ার কাম কম্পিউটার অপারেটর হওয়ায় চাওয়া হয়েছে কম্পিউটার দক্ষতা। সেক্ষেত্রে এমএস অফিস প্রোগ্রাম যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বিজ্ঞপ্তিতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বনামধন্য যেকোন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ব্যাচেলর বা এইচএসসি পাস। কোন ধরণের অভিজ্ঞতাও চাওয়া হয়নি নিয়োগ বিজ্ঞপ্তিতে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এ পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি। কোন ধরণের অভিজ্ঞতা চাওয়া হয়নি ওই বিজ্ঞপ্তিতে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিস সহকারী বা অফিসার (ক্যাশ) নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলতি মাসেই। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএ বা বিকম বা সম্মান। কোন ধরণের অভিজ্ঞতা চাওয়া হয়নি এই বিজ্ঞপ্তিতে।
সরকারি বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০টি পদে ১২৮ জন লোক নিয়োগ করবে প্রতিষ্ঠানটি। তবে কোন পদেই বীমা বিষয়ে একাডেমিক শিক্ষা বা প্রশিক্ষণ চাওয়া হয়নি। এমনকি বীমা বিষয়ে কোন অভিজ্ঞতারও প্রয়োজন নেই।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ব্রাঞ্চ ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম গ্রাজুয়েট এবং সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা। ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্রাজুয়েট এবং সংশ্লিষ্ট পেশায় অথবা যেকোন মার্কেটিং এ ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই।
সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাসিসটেন্ট ম্যানেজার, ডেপুটি রিলেশনশিপ ম্যানেজার এবং অ্যাসিসটেন্ট রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ৩টি পদেই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমান। তবে সিনিয়র এক্সিকিউটিভে বীমা কোম্পানির কেন্দ্রীয় কমিশন বিভাগে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বাকী দু'টি পদে অভিজ্ঞদের শিক্ষাগত যোগ্যতা শিথিলের কথা বলা হয়েছে।
ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের জন্য এক্সিকিউটিভ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রগ্রেসিফ লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির এই পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয় বা প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বা ফিনান্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি বা এমবিএ। আইসিএমএ বা সিএ (সিসি) যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের প্রাধান্য দেয়ার পাশাপাশি এই পেশায় অভিজ্ঞ ও দক্ষদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডেপুটি ম্যানেজার বা ম্যানেজার (ফিনান্স অ্যান্ড একাউন্টস) নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ বছরের অভিজ্ঞতাসহ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফিনান্স বা একাউন্টস বিষয়ে বিবিএ বা এমবিএ অথবা বাংলাদেশের যেকোন সিএ ফার্ম থেকে সিএসিসি।