বীমা কোম্পানির ব্যয় ও দাবি নিষ্পত্তির তথ্য চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি বীমা কোম্পানিগুলোর ব্যয় ও দাবি নিষ্পত্তিসহ ১১টি বিষয়ে তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । কোম্পানিগুলোকে এসব তথ্য প্রদান করতে হবে ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত। তথ্য প্রদানের শেষ দিন আগামীকাল বৃহস্পতিবার। বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করার জন্য ২০ নভেম্বর এক চিঠিতে এসব তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
যেসব বিষয়ে তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো- একচ্যুয়ারিয়াল সারপ্লাস, মোট উত্থাপিত বীমা দাবি টাকার অংকে, মোট উত্থাপিত বীমা দাবির সংখ্যা, মোট নিষ্পত্তিকৃত বীমা দাবি টাকার অংকে, মোট নিষ্পত্তিকৃত বীমা দাবির সংখ্যা, অনিষ্পন্ন বীমা দাবি টাকার অংকে, অনিষ্পন্ন বীমা দাবির সংখ্যা, পুনর্বীমায় প্রিমিয়ামের পরিমাণ, ব্যবস্থাপনা ব্যয় (প্রত্যক্ষ ও পরোক্ষ সকল ব্যয়ের সমষ্টি), অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয় এবং অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়।
উল্লেখিত এসব তথ্য নির্ধারিত ছক মোতাবেক আগামী ২৩ নভেম্বর, ২০১৭ তারিখের মধ্যে বিনা ব্যর্থতায় [email protected] এই ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে আইডিআরএ'র নির্বাহী পরিচালক খলিল আহমদ স্বাক্ষরিত ওই চিঠিতে।