বীমা গ্রাহকদের অনুপ্রাণিত করতে সারাদেশে দাবি পরিশোধ অনুষ্ঠান করছি: বিএম ইউসুফ আলী

বরিশাল থেকে মোস্তাফিজুর রহমান টুংকু: দেশের সতের কোটি মানুষের কাছে বীমার সুফল পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমরা এ দায়িত্ব নিয়েছি। আমরা আইডিআরএ'র নির্দেশ মেনে অনুষ্ঠান করে চেক দিচ্ছি। আমরা বীমার সুফল ঘরে ঘরে পৌঁছাতে চাই। বীমা গ্রাহকদের অনুপ্রাণিত করতে আমরা সারাদেশে দাবি পরিশোধ অনুষ্ঠান করছি। বললেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

আজ বুধবার বরিশাল অডিটোরিয়ামে চেক হস্তান্তর ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সদস্য গকুল চাঁদ দাস এবং বিশেষ অতিথি রয়েছেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমদ। নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এ দুই শীর্ষ কর্মকর্তারও বক্তব্য রাখার কথা রয়েছে।

চেক প্রদান অনুষ্ঠান নিয়ে প্রকাশিত সংবাদে পাঠকদের মন্তব্যের সমালোচনা করে বিএম ইউসুফ আলী বলেন, আমাদের চেক দেয়ার অনুষ্ঠান নিয়ে ইন্সুরেন্সনিউজবিডি নিউজ করেছে। এই নিউজে অনেকে মন্তব্য করেছেন এটা ফাইজলামি। গ্রাহকের চেক দেয়া ফাইজলামি হলে ভাল কোনটা। আমাদের চেক প্রদানে অনুষ্ঠান করায় অর্থ মন্ত্রণালয়, আইডিআরএ আমাদের প্রশংসাপত্র দিয়েছে। এটা কি ফাইজলামি।

তিনি বলেন, পপুলার লাইফ অনুষ্ঠান করে বীমা দাবি দিচ্ছে, তা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এটা হতে পারে। কেউ বলে এটা ফাইজলামি। না, আমরা র‌্যানডম (এলোমেলোভাবে) বীমা দাবি পরিশোধ করছি। অনেকে বলে কতদিনের চেক দিচ্ছি, এটা ঠিক না। আমরা চেক আটকিয়ে রেখে চেক দেই না। আমরা গত দু'মাসে ৬০ কোটি টাকার চেক দিয়েছি। আর এ বছর দিয়ে ৬০০ কোটি টাকার দাবি পরিশোধ করেছি।

বীমাখাতের প্রভাবশালী এই মূখ্য নির্বাহী বলেন, যারা অনুষ্ঠানের মাধ্যমে চেক নিচ্ছে তারা আবার নতুন পলিসি করছে। তাই যারা বলছেন, আমরা লোক দেখানো চেক দিচ্ছি। তাদের বলি আপনারাও দেন। আপনাদের স্বাগত জানাব।

নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি- যারা গ্রাহকের দাবি পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আর যারা ক্লেইম দিচ্ছে তাদের প্রশংসা করতে হবে।

পপুলার লাইফ দেশের সেরা কোম্পানি হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএম ইউসুফ আলী বলেন, বীমা কোনো হায় হায় কোম্পানি না, ডেসটিনি না, ইউনিপে টু না, এটা আজ প্রমাণিত হয়েছে। আপনারা আপনাদের টাকা ফেরত পেয়েছেন। তাই আপনাদেরকে বীমা কর্মী হতে উদাত্ম আহবান জানাই।

সুধী সমাবেশে উপস্থিত রয়েছেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, নির্বাহী পরিচালক ও ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, নির্বাহী পরিচালক ও আল বারাকাহ ইসলামী বীমা প্রকল্পের উর্ধ্বতন পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, নির্বাহী পরিচালক ও জনপ্রিয় বীমা প্রকল্পের পরিচালক মো. কামাল হোসেন মহসিন।

এছাড়াও উর্ধ্বতন মহা-ব্যবস্থাপক ও একক বীমা প্রকল্পের পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক ও ইসলামী ডিপিএস প্রকল্পের পরিচালক এসএম খলিলুর রহমান দুলাল, নির্বাহী পরিচালক ও পপুলার ডিপিএস প্রকল্পের পরিচালক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক ও জনপ্রিয় একক বীমা প্রকল্পের পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর প্রমুখ উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানে বরিশালের ৫ হাজার ১১ জন বীমা গ্রাহককে ৯ কোটি ১২ লাখ ২১ হাজার ২১১ টাকার দাবি পরিশোধ করবে পপুলার লাইফ।