বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বীমার উন্নয়ন করতে হবে: গকুল চাঁদ দাস
বরিশাল থেকে মোস্তাফিজুর রহমান টুংকু: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র সদস্য গকুল চাঁদ দাস বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে বীমার উন্নয়ন করতে হবে। কারণ, বীমা আর্থিক খাতের অন্যতম উপখাত।
বীমাখাত নিয়ে সরকারের উন্নয়ন প্রচেষ্টা তুলে ধরে তিনি বলেন, বীমা শিল্পের মূল সমস্যা অনাস্থা। সরকার বলে বীমা শিল্পের উন্নয়ন করতে। কিন্তু উন্নয়ন করতে একটা সমস্যা বীমার প্রতি অনাস্থা।
আজ বুধবার বরিশাল অডিটোরিয়ামে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
ইন্স্যুরেন্সনিউজবিডি'তে পপুলার লাইফের চেক হস্তান্তর অনুষ্ঠান বিষয়ে প্রকাশিত সংবাদে পাঠকের মন্তব্যের প্রসঙ্গ তুলে কর্তৃপক্ষের এই সদস্য বলেন, এ ধরণের অনুষ্ঠান করতে বুকের পাঠা লাগে। কারো অভিযোগ থাকলে সামনে এসে বলতে পারেন। এখানে সকলের জন্য দরজা খোলা। আমার মনে হয় না এমন অভিযোগ কারো আছে। যাদের নৈতিকতা আছে, সততা আছে, তারাই এমন অনুষ্ঠান করে দাবি পরিশোধ করে, মন্তব্য করেন তিনি।
বীমা গ্রাহকদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, বেশ কয়েকটি কোম্পানি আছে, যারা দাবি পরিশোধ করে না- তাদের সাথে থাকবেন না। পপুলার লাইফ দাবি পরিশোধের অনুষ্ঠান করে বীমার প্রতি আস্থা ফিরিয়ে আনছে। এতে তাদের মার্কেটিং হচ্ছে, কর্মী সংগ্রহও হচ্ছে।
বীমার প্রতি আস্থা ফিরে আসবে উল্লেখ করে তিনি বলেন, একদিন আসবে- সেদিন বীমা করার জন্য পপুলারের কর্মীদের খুঁজবে। পপুলারের এ ধরণের উদোগে বেশ কিছু বড় কোম্পানি অনুষ্ঠান করে বীমা দাবি পরিশোধ করার উদোগ নিচ্ছে। পপুলারের এ অনুষ্ঠান সময় উপযোগী।
নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই সদস্য বলেন, বেশ কিছু কোম্পানি দাবি পরিশোধ করছে না। তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।