গ্রাহকের টাকা আত্মসাৎ

গোল্ডেন লাইফের ২ কর্মকর্তার জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দুই কর্মকর্তার জেল-জরিমানা হয়েছে। ঢাকার পৃথক দু'টি আদালত সম্প্রতি এ রায় দিয়েছেন। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন মো. মোশাররফ হোসেন এবং মো. বেলায়েত হোসেন। এ দু'জন বীমা কোম্পানিটির সাবেক উন্নয়ন কর্মকর্তা ছিলেন। গ্রাহকের টাকা কোম্পানির হিসেবে জমা না করায় তাদের বিরুদ্ধে মামলা করে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স।

মোশাররফ হোসেনের বিরুদ্ধে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর ১৩৮ ধারায় সি,আর মামলা হয় ঢাকার বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতে। মামলা নং ৮৭৩৮/২০১৬।  গত ২৮ নভেম্বর, ২০১৭ এ মামলায়  রায় ঘোষণা করেন আদালত। মোশাররফ হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৬ লাখ ৮৬ হাজার ২শ' টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত।

অন্যদিকে বেলায়েত হোসেনের বিরুদ্ধে বীমা গ্রাহকদের ৩ লাখ ৮৫ হাজার ৭৯৭ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা হয় ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৪ এ। গত ২০ নভেম্বর সি আর মামলা নং-৩২/২০১২ এর রায় হয়। আনিত অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা ও  অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

সাজাপ্রাপ্ত দু'জনই পলাতক রয়েছেন বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।