বীমা দাবি আদায় তড়ান্বিত হচ্ছে: আইডিআরএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে বীমা দাবি পরিশোধ করায় ইতিবাচক প্রভাব পড়ছে মন্তব্য করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী বলেছেন বীমা দাবি আদায় তড়ান্বিত হচ্ছে।

সিলেটে অনুষ্ঠিতব্য বীমা মেলা ২০১৭ উপলক্ষে আজ সোমবার কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বীমাখাতে ইমেজ সঙ্কট দূর করতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান পাটোয়ারী বলেন, অতিসত্বর দাবি পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই বেশ কিছু প্রবিধান তৈরি করতে যাচ্ছি।   

চেয়ারম্যানসহ আইডিআরএ'র সদস্যরা দেশের বিভিন্ন স্থানে বীমা কোম্পানির দাবি পরিশোধ অনুষ্ঠানে অংশ গ্রহণ করছে। যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিআরএ সদস্য ও বীমা মেলা আয়োজক কমিটির সভাপতি গকুল চাঁদ দাস, আইডিআরএ সদস্য ও বীমা মেলা আয়োজক কমিটির কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন আহমদ, আইডিআরএ'র নির্বাহী পরিচালক খলিল আহমদ প্রমুখ।