আইডিআরএ'র উদ্যোগ

সাড়ে তিন মাসে ৯৯ কোটি টাকার দাবি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে চলতি বছরের সেপ্টেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সাড়ে ৩ মাসে বেসরকারি ৩টি লাইফ ও ৩টি নন-লাইফ বীমা কোম্পানি সর্বমোট ৯৯ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৬৯৫ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

সিলেটে অনুষ্ঠিতব্য বীমা মেলা ২০১৭ উপলক্ষে আজ সোমবার কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইডিআরএ'র চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী। এসময় আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস ও বোরহান উদ্দিন আহমদ এবং আইডিআরএ'র নির্বাহী পরিচালক খলিল আহমদ উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান পাটোয়ারী বলেন, আমি আইডিআরএ’তে যোগদানের পর পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২০ হাজার ৭০৪ জন গ্রাহকের ৪০ কোটি ১১ লাখ ৯০ হাজার ১৬৩ টাকা, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২৫৬ জন গ্রাহকের ৫ কোটি ৮৩ লাখ ৫ হাজার ৫২০ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৪১৪ জন গ্রাহকের ১০ কোটি ৫৮ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে।

অপরদিকে সাধারণ বীমা কোম্পানিগুলোর মধ্যে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ৬ জন গ্রাহকের ১৭ কোটি ৫১ লাখ ৩২ হাজার ২০৪ টাকা এবং শস্য বীমার দাবি বাবদ ১ হাজার কৃষককে ৩ লাখ ৭৩ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্স ১৪ জন গ্রাহকের ৯৭ লাখ ৬৬ হাজার ৭৯৩ টাকা, ফেডারেল ইন্স্যুরেন্স ১ জন গ্রাহকের ২৩ কোটি ৯৮ লাখ ১ হাজার ১৫ টাকা বীমা দাবি পরিশোধ করেছে।