যা থাকছে বীমা মেলায়
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর পুণ্যভূমি সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বীমা মেলা ২০১৭। সবার জন্য উন্মুক্ত এ বীমা মেলা আয়োজন করেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এরআগে ২০১৬ সালের মার্চে ঢাকায় প্রথমবারের মতো বীমা মেলা অনুষ্ঠিত হয়।
সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে শুক্রবার বীমা মেলার উদ্বোধন করা হবে। প্রবেশ ফি মুক্ত এ মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেলা আয়োজনে সহযোগিতা করছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার উদ্বোধন করার কথা রয়েছে। এছাড়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী ।
মেলার উদ্বোধনের আগে ২২ ডিসেম্বর সকাল ৯টায় সিলেট কোর্ট এলাকা থেকে কবি নজরুল অডিটোরিয়াম পযর্ন্ত একটি র্যালি অনুষ্ঠিত হবে। সকল বীমা কোম্পানি ও করপোরেশনের প্রতিনিধিরা র্যালিতে অংশগ্রহণ করবেন। এরপর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
অতিথিদের বক্তব্য শেষে অর্থমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানির গ্রাহকদের ৪ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ৪১৯ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হবে। এছাড়া মেলার দু'দিনে বীমা কোম্পানিগুলোর স্টল থেকে আরও ১৩ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ১৬৭ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হবে।
দেশের দু'টি সরকারি বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশন বীমা মেলায় অংশগ্রহণ করছে। এর পাশাপাশি ৩০টি বেসরকারি বীমা কোম্পানি এবারের মেলায় অংশগ্রহণ করবে। এরমধ্যে লাইফ বীমা কোম্পানি রয়েছে ১৬টি এবং নন-লাইফ বীমা কোম্পানি রয়েছে ১৪টি।
মেলায় বীমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ), বীমা বিষয়ে প্রশিক্ষণ একাডেমি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি (বিআইএ) এবং মূখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর স্টল থাকবে।
এসব স্টল থেকে বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ বা সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ প্রদান করা হবে। তাছাড়া বীমা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বীমা পণ্য সম্পর্কে তথ্যাদিসহ গ্রাহকদের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে বীমা মেলায়।
মেলায় বীমা কোম্পানিগুলো বিভিন্ন পলিসি বিক্রি করবে এবং বীমা দাবি নিষ্পত্তি করবে। এছাড়া বীমা বিষয়ে বিভিন্ন অভিযোগ ও পরামর্শের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর স্টল থাকবে বীমা মেলায়।
২৩ ডিসেম্বরের অনুষ্ঠান হবে সিলেট জেলা পরিষদের কনফারেন্স রুমে। শনিবার সকাল ১০টায় শুরু হবে মেলার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন নিয়ন্ত্রক সংস্থার সদস্য ও বীমা মেলা ২০১৭ আয়োজক কমিটির সভাপতি গকুল চাঁদ দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন। শুভেচ্ছা বক্তব্য রাখবেন কর্তৃপক্ষের পরিচালক (উপসসচিব) কামরুল হক মারুফ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আপ্যায়ন বিরতির পর বেলা ১১ টায় শুরু হবে "রেগুলেটরি রিফর্মস অব ইন্স্যুরেন্স সেক্টর ইন বাংলাদেশ" শীর্ষক সেমিনার। এতে মডারেটর থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে।
সেমিনারে নন-লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রূপালী ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা পি কে রায়। এতে আলোচক হিসেবে থাকবেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী।
বেলা সাড়ে ১১টায় লাইফ বীমার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম। এতে আলোচক হিসেবে থাকবেন সন্ধানী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা আহসানুল ইসলাম টিটু।
বীমা মেলার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে। পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে ২৩ ডিসেম্বর বেলা ৩টায় শুরু হবে এ অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ও বীমা মেলা আয়োজক কমিটি ২০১৭ এর সভাপতি গকুল চাঁদ দাস।
স্বাগত বক্তব্য রাখবেন- আইডিআরএ'র নির্বাহী পরিচালক ও বীমা মেলা আয়োজক কমিটি ২০১৭'র সদস্য সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি থাকবেন কর্তৃপক্ষের সদস্য ও মেলা আয়োজক কমিটির কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন আহমদ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ'র মহাসচিব বি এম ইউসুফ আলী।
শনিবার বিকেল ৪.৪০টায় ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এরপর ৫টায় প্রধান অতিথির বক্তব্য ও বীমা মেলা ২০১৭ এর সমাপ্তি ঘোষণা করবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারি। বর্ণাঢ্য এসব আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে আইডিআরএ'র দ্বিতীয় এ বীমা মেলা।