সিলেট বীমা মেলা

অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বীমাখাতকে ঘুরে দাঁড়াতে হবে: মানিক চন্দ্র

সিলেট থেকে মোস্তাফিজুর রহমান টুংকু: দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বীমাখাতকে ঘুরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে। সিলেট বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি।

তিনি বলেন, বীমা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন হচ্ছে। আর্থিকখাতে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু বীমাখাত এগোয়নি। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বীমাখাতকে ঘুরে দাঁড়াতে হবে। বীমা করপোরেশন আইন যুগপোযোগি করার কাজ চলমান আছে বলেও জানান তিনি।

আজ শুক্রবার সকালে সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে বীমা মেলা-২০১৭'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দু'দিনব্যাপী এ মেলা আয়োজন করেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে, নিয়ন্ত্রক সংস্থার সদস্য ও বীমা মেলা ২০১৭ আয়োজক কমিটির সভাপতি গকুল চাঁদ দাস, কর্তৃপক্ষের সদস্য ও মেলা আয়োজক কমিটির কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন আহমদ।