সিলেট বীমা মেলার সমাপনী অনুষ্ঠান চলছে

সিলেট থেকে মোস্তাফিজুর রহমান টুংকু: বিদায় নিচ্ছে সিলেট বীমা মেলা। দু'দিনব্যাপী এ বীমা মেলার সমাপনী অনুষ্ঠান চলছে কবি নজরুল অডিটোরিয়ামে। পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে বিকেল ৩টায় শুরু হয় এ অনুষ্ঠান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ও বীমা মেলা আয়োজক কমিটি ২০১৭ এর সভাপতি গকুল চাঁদ দাস। প্রধান অতিথি হিসেবে রয়েছেন আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারি। সমাপনী বক্তব্যও রাখবেন তিনি।

আইডিআরএ'র নির্বাহী পরিচালক ও বীমা মেলা আয়োজক কমিটি ২০১৭'র সদস্য সচিব খলিল আহমদ, সদস্য ও মেলা আয়োজক কমিটির কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন আহমদ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ'র মহাসচিব বি এম ইউসুফ আলীর বক্তব্য রাখার কথা রয়েছে।