বিআইএ'র বার্ষিক প্রতিবেদন ২০১৬

কমেছে লাইফ বীমার প্রিমিয়াম আয়, নন-লাইফে বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: গত বছর দেশের বেসরকারি লাইফ বীমাখাতে ১০.৪৬ শতাংশ প্রিমিয়াম আয় কমেছে। অন্যদিকে নন-লাইফ এ প্রিমিয়াম আয় বেড়েছে ৪.৪৬ শতাংশ। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । রোববার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ৩০তম বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআইএ।

বিআইএ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে লাইফ বীমাখাতে বেসরকারি কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ৭ হাজার ৯৫ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। ২০১৫ সালে এ আয় ছিল ৭ হাজার ৯২৪ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে প্রিমিয়াম কমেছে ৮২৯ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা। বা ১০.৪৬ শতাংশ প্রিমিয়াম আয় কমেছে।

অন্যদিকে নন-লাইফ বীমাখাতে বেসরকারি কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ বেড়েছে ৪.৪৬ শতাংশ।

তবে লাইফ ফান্ড বেড়েছে লাইফ বীমা কোম্পানিগুলোর। হিসাব অনুসারে, ২০১৬ সালে কোম্পানিগুলোর লাইফ ফান্ডের পরিমাণ ২৭ হাজার ৪৭১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। যা ২০১৫ সালে ছিল ২৬ হাজার ৩৭২ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ ২০১৬ সালে লাইফ বীমা কোম্পানিগুলোর লাইফ ফান্ড বেড়েছে ১ হাজার ৯৮ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা বা ৪.১৭ শতাংশ।

২০১৬ সালে বেসরকারি লাইফ বীমাখাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ৩১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকা। যা ২০১৫ সালে ছিল ২৩ হাজার ৩৮১ কোটি ৬৭ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ ২০১৬ সালে লাইফ বীমা কোম্পানিগুলোর বিনিয়োগ বেড়েছে ৬৪৯ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা,  যা ২.৭৮ শতাংশ।

একইভাবে মোট সম্পদের পরিমাণও বেড়েছে বেসরকারি লাইফ বীমাখাতে। ২০১৫ সালে লাইফ বীমাখাতে মোট সম্পদ ছিল ৩১ হাজার ১১২ কোটি ৫৮ লাখ টাকা। যা ২০১৬ সালে দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৬৭ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ ২০১৬ সালে কোম্পানিগুলোর সম্পদ বেড়েছে ১ হাজার ৬৫৪ কোটি ৯৯ কোটি ৩০ লাখ টাকা, যা ৫.৩২ শতাংশ।

প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে নন লাইফ কোম্পানিগুলোর প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৪৩০ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা। যা বৃদ্ধি পেয়ে ২০১৬ সালে দাঁড়ায় ২ হাজার ৫৩৯ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ ২০১৬ সালে নন-লাইফ বীমাখাতে প্রিমিয়াম আয় বেড়েছে ১০৮ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা। শতকরা হিসেবে যা ৪.৪৬।

২০১৬ সালে বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৭৮৪ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা। ২০১৫ সালে এই সম্পদের পরিমাণ ছিল ৬ হাজার ৩০৩ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ ২০১৬ সালে সম্পদের পরিমাণ বেড়েছে ৪৮১ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকা, যা ৭.৬৩ শতাংশ।

একইভাবে বিনিয়োগের পরিমাণ বেড়েছে বেসরকারি নন-লাইফ বীমাখাতে। ২০১৫ সালে কোম্পানিগুলোর বিনিয়োগের পরিমাণ ছিল ৩ হাজার ২১৬ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা। যা ২০১৬ সালে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০১ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ ২০১৬ সালে নন-লাইফ বীমাখাতে বিনিয়োগ বেড়েছে ১৮৫ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকা, ৫.৭৬ শতাংশ।