আদর্শ কর্মী হতে বললেন ড. এসএম নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: বীমা এজেন্টদের আদর্শ কর্মী হতে বললেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান। আজ বুধবার সকালে কোম্পানির বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে বর্ষ সমাপনী ব্যবসা উন্নয়ন সভায় তিনি এ কথা বলেন।

ড. নুরুজ্জামান আরো বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে ব্যবসা করলে সে ব্যবসা ভালো হয় না। বরং সততার মাধ্যমেই ব্যবসা ভালো হয়। তিনি বলেন, ভালোভাবে কাজ করলে সফলতা অবশ্যম্ভাবী। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।  

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জেইভিপি (উন্নয়ন) মো. আবু জাফর, জেইভিপি (উন্নয়ন) মো. বনি আমিন, জেইভিপি (উন্নয়ন) বলাই লাল, জেইভিপি (উন্নয়ন) শাখাওয়াত হোসেন শাহীন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোম্পানির বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের ইনচার্জ এসইভিপি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষ সমাপনি সভায় সফল কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়। এসময় কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।