পদ্মা ইসলামী লাইফ-বিকেএমইএ সমঝোতা

বিকেএমইএ'র ১২০ শ্রমিকের মৃত্যুদাবির টাকা দিল পদ্মা ইসলামী লাইফ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)'র মৃত ১২০ শ্রমিকের বীমা দাবির টাকা পরিশোধ করেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ বৃহস্পতিবার সকালে পদ্মা লাইফ টাওয়ারে অনুষ্ঠিত দু'পক্ষের বৈঠকে বীমা দাবি বাবদ ২ কোটি ৪০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। 

পদ্মা ইসলামী লাইফ ও বিকেএমইএ'র মধ্যে অনুষ্ঠিত গ্রুপ বীমা চুক্তি মোতাবেক এসব দাবি পরিশোধ করা হয়। বিকেএমইএ'র মৃত ১৫৫ শ্রমিকের বীমা দাবির টাকা না পাওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল ইন্স্যুরেন্সনিউজবিডি। দীর্ঘ ৩ বছরেও বীমা কোম্পানিটি শ্রমিকদের মৃত্যুদাবির টাকা পরিশোধ করছিল না। এসব বীমা দাবি আদায়ে কনসালটেন্ট এর দায়িত্বে ছিল ইন্স্যুরেন্স কনসালটেন্ট বিডি।

সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন- পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান ওবায়দুর রহমান, সাবেক চেয়ারম্যান ডা. জাফর উল্লাহ, মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দীন, বিকেএমইএ'র দ্বিতীয় সহ-সভাপতি ফজলে শামীম, সহ-সভাপতি হুমায়ুন কবির শিল্পী, জিএম ফারুক, ইন্স্যুরেন্স কনসালটেন্ট বিডি'র সিইও মোস্তাফিজুর রহমান টুংকু প্রমুখ।