বীমা নির্বাহীদের সংগঠন আইআইইবি'র নির্বাচন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: বীমা নির্বাহীদের সংগঠন ইনস্টিটিউট অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস বাংলাদেশ (আইআইইবি)'র কার্যকরী পরিষদের প্রেসিডেন্ট, মহাসচিব ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতিতে মঙ্গলবার দ্বিবার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচনে প্রেসিডেন্ট পদে কর্নফুলি ইন্স্যুরেন্সের ডাইরেক্টর (মার্কেটিং) মো. হাফিজ উল্লাহ, মহাসচিব পদে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমাম শাহীন এবং কোষাধ্যক্ষ পদে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিত কুমার মন্ডল আগামী ২০১৮-২০১৯ সালের জন্য পুননির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য নির্বাচিত হয়েছেন মাহফুযুল বারী চেীধুরী, এ কিউ. এম. ওয়াজেদ আলী, মীর নাজিম উদ্দিন আহমেদ, শামসুল হুদা, চেীধুরী গোলাম ফারুক, মাহফুজুর রহমান, সৈয়দ এম হারুন অর রশিদ, ফেরদেীস আরা চেীধুরী, মো. শামিম হোসেন, হামিদুর রহমান হায়দার, প্রকৌশলী মমতাজ উদ্দিন, মো. ইজহার হোসেন, মো. মোসলেহ উদ্দিন, তালুকদার মো. জাকারিয়া হোসেন, মো. আবদুল খালেক মিয়া, মো. আলমগীর ও মো. নিজাম উদ্দিন।

উল্লেখ্য, দেশের বীমা কোম্পানিতে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চ পদস্থ বীমা নির্বাহীদের সমন্বয়ে “ইন্সটিটিউট অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস বাংলাদেশ”; একটি অরাজনৈতিক পেশাজীবী সামাজিক সংগঠন। নব নির্বাচিত কার্যকরী পরিষদের নির্বাচন পক্রিয়া পরিচালনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার আলিউজ্জামান খান এবং সৈয়দ জহিরুল হক।