মানিলন্ডারিং প্রতিরোধে বীমাখাতে কেওয়াইসি ফরম প্রচলন

নিজস্ব প্রতিবেদক: মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন ঝুঁকি মোকাবেলায় গ্রাহক পরিচিতি সম্পর্কিত কেওয়াইসি ফরম প্রচলন করা হয়েছে বীমাখাতে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে দেশের সরকারি-বেসরকারি বীমা কোম্পানিগুলোতে এটি বাধ্যতামূলক করা হয়েছে।

এরআগে ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর এক চিঠিতে কেওয়াইসি ফরম জারির কথা জানায় কেন্দ্রিয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সহ সকল বীমা কোম্পানি ও করপোরেশনে ওই চিঠি পাঠানো হয়।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২৩(১)(ঘ) এবং সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ১৫(১)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই ফরম জারি করা হয়েছে বলে ওই চিঠিতে জানায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজন্স ইউনিট।

চিঠি অনুসারে, জারীকৃত ইউনিফরম কেওয়াইসি (নো ইওর কাস্টমার) প্রফাইল ফরমসমূহ বাংলা অথবা ইংরেজি উভয় ভাষায় মুদ্রন করা যাবে।

 মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২৫(১)(ক) ধারা মোতাবেক গ্রাহকের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য গ্রহণ এবং সংরক্ষণের দায়িত্ব বীমা কোম্পানি/ করপোরেশনসমূহকে যথাযথভাবে পালন করতে হবে।