আইআইইবি'র অভিষেক

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা কোম্পানিতে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চ পদস্থ বীমা নির্বাহীদের সমন্বয়ে গঠিত ইন্সটিটিউট অব ইন্স্যুরেন্স এক্সিকিউটিভস বাংলাদেশ (আইআইইবি)'র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা হলে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)'র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান। এ ছাড়াও প্রতিষ্ঠানটির নবনির্বাচিত প্রেসিডেন্ট, মহাসচিব ও কোষাধ্যক্ষসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে গত ২৬ ডিসেম্বর আইআইইবি'র ২০১৮-২০১৯ সালের জন্য কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট পদে কর্নফুলি ইন্স্যুরেন্সের ডাইরেক্টর (মার্কেটিং) মো. হাফিজ উল্লাহ, মহাসচিব পদে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমাম শাহীন এবং কোষাধ্যক্ষ পদে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিত কুমার মণ্ডল নির্বাচিত হন।

এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য নির্বাচিত হয়েছেন মাহফুযুল বারী চেীধুরী, এ কিউ. এম. ওয়াজেদ আলী, মীর নাজিম উদ্দিন আহমেদ, শামসুল হুদা, চেীধুরী গোলাম ফারুক, মাহফুজুর রহমান, সৈয়দ এম হারুন অর রশিদ, ফেরদেীস আরা চেীধুরী, মো. শামিম হোসেন, হামিদুর রহমান হায়দার, প্রকৌশলী মমতাজ উদ্দিন, মো. ইজহার হোসেন, মো. মোসলেহ উদ্দিন, তালুকদার মো. জাকারিয়া হোসেন, মো. আবদুল খালেক মিয়া, মো. আলমগীর ও মো. নিজাম উদ্দিন।