দেশব্যাপী উন্নয়ন মেলায় বীমা কোম্পানিগুলোর অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: দেশের সকল জেলা ও উপজেলায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি বীমা কোম্পানিগুলোও অংশগ্রহণ করেছে। বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র পক্ষ থেকে বীমা কোম্পানিগুলোর স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা এতে অংশ গ্রহণ করেন।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীতের লক্ষ্যে সরকারের উন্নয়ন তৎপরতা প্রচারের জন্য ১১ থেকে ১৩ জানুয়ারি উন্নয়ন মেলা- ২০১৮ অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
এরপরই দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের উদ্যোগে এবং বীমাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে হবিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিভিন্ন বীমা কোম্পানির স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব শোভাযাত্রায় অংশ নেন বীমা কর্মকর্তা ও কর্মীরা।
হবিগঞ্জে শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এস এম নুরুজ্জামান। জেলার চুনারুঘাট, মাধবপুর, বানিয়াচং এবং লাখাই উপজেলায়ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষে বীমা কোম্পানির কর্মকর্তা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।