গ্রাহকের ৫৩ কোটি টাকা দাবি পরিশোধ করেছে প্রগ্রেসিভ লাইফ
নিজস্ব প্রতিবেদক: বিদায় বছরে ৯৩ শতাংশ দাবি পরিশোধ করেছে দেশের তৃতীয় প্রজন্মের বেসরকারি বীমা প্রতিষ্ঠান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। ২০১৭ সালে কোম্পানিটিতে প্রত্যাশিত সুবিধা, মেয়াদ উত্তীর্ণ ও মৃত্যুদাবি বাবদ সর্বমোট ৫৭ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ১৭ টাকার ৩২ হাজার ৪৭০টি দাবি উত্থাপিত হয়। এরমধ্যে ২৯ হাজার ৮৭০টি বীমা দাবি বাবদ ৫৩ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ১৭ টাকার দাবি পরিশোধ করে প্রতিষ্ঠানটি।
প্রগ্রেসিভ লাইফ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটিতে প্রত্যাশিত সুবিধার সর্বমোট দাবি উত্থাপিত হয় ১২ হাজার ৩৮২টি। এরমধ্যে ১০ হাজার ৭৩০টি দাবি পরিশোধ করে কোম্পানিটি। টাকার অংকে পরিশোধিত দাবির পরিমাণ ১৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার ১৭ টাকা।
একই সময়ে উত্থাপিত ১৯ হাজার ৬৩৭টি মেয়াদ উত্তীর্ণ বীমা দাবির মধ্যে ১৮ হাজার ৭০৪টি দাবি পরিশোধ করে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এসব বীমা দাবি বাবদ ৩৮ কোটি ৯০ হাজার টাকা পরিশোধ করে বেসরকারি এ বীমা কোম্পানি।
এছাড়া ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৫১টি বীমা দাবি উত্থাপিত হয় প্রগ্রেসিভ লাইফে। টাকার অংকের যার পরিমাণ ১ কোটি ২৪ লাখ টাকা। এরমধ্যে ৪৩৬টি বীমা দাবি বাবদ ১ কোটি ১৪ লাখ টাকা পরিশোধ করে কোম্পানিটি।
সূত্র মতে, ২০১৬ সালে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সংগ্রহ করে প্রায় ৭৮ কোটি টাকা। এসময় কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়ায় ৩৮৭ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ ৪৩৯ কোটি ৮০ লাখ টাকা। সরকারি ও অন্যান্য খাতের প্রগ্রেসিভ লাইফের বিনিয়োগের পরিমাণ ২৭০ কোটি ৭০ লাখ টাকা।
এ বিষয়ে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা দিপেন কুমার সাহা রায় এফসিএ বলেন, আমরা গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত বীমা দাবি পরিশোধ করছি। এতে গ্রাহকদের মাঝে আস্থার সৃষ্টি হচ্ছে। বীমাখাতে যে নেতিবাচক ধারণা রয়েছে তা দূর করে উত্তরোত্তর সমৃদ্ধিলাভে আমরা বদ্ধ পরিকর।