নওগাঁয় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের অবৈধ শাখা
নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলা সদরে অবৈধভাবে শাখা অফিস খুলে ব্যবসা করছে বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) দাখিল করা এক অভিযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযোগ পত্রে বলা হয়েছে, নওগাঁ শহরের চুড়িপট্টি রোডের বাটার মোড়ে স্টার ফার্মেসির তৃতীয় তলায় অফিস খুলে বীমা পলিসি করছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। তবে অফিসটির কোনো অনুমোদন নেই।
বীমা আইন ২০১০ অনুসারে শাখা অফিস খুলতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিতে হয়।
অভিযোগে আরো বলা হয়েছে, অবৈধভাবে শাখা অফিস খুলে ব্যবসা পরিচালনা করায় নন-লাইফ বীমাখাতের গ্রাহকদের মাঝে এক ধরণের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদনও জানানো হয় ওই অভিযোগে।
আইডিআরএ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খুব শিগগিরই তদন্ত করা হবে। সংশ্লিষ্ট কোম্পানির কাছে এ বিষয়ে ব্যাখা চেয়ে চিঠি দেয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিবে বলে জানিয়েছে আইডিআরএ।
উল্লেখ্য এর আগে পুনর্বীমা না করে ব্যবসা পরিচালনা করায় ২০১৫ সালের ১৫ নভেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের লাইসেন্স বাতিল করে। পরবর্তীতে এগারো মাস পর ১৯ অক্টেবর ২০১৬ নিবন্ধন সনদ পুনর্বহাল করা হয়।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নওগাঁ অফিসে আমাদের কোনো অনুমোদন নেই। তবে আমরা নওগাঁ অফিসের অনুমোদনের জন্য আইডিআরএ'র কাছে আবেদন করেছি। এখন নওগাঁ অফিস থেকে যে ব্যবসা করা হচ্ছে তা মূলত বগুড়া থেকে করা হচ্ছে অর্থাৎ তা বগুড়া শাখার আওতায়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আইনগত কোনো বাধা নেই।