বিশেষ নিরীক্ষাসহ ৭ প্রবিধান চূড়ান্ত করতে মতামত চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বিশেষ নিরীক্ষার কার্যক্ষেত্র প্রবিধানমালাসহ ৭টি প্রবিধানের খসড়া চূড়ান্ত করতে মতামত চেয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়নন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । খসড়া প্রবিধানগুলো কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে মতামত পাঠাতে সময় দেয়া হয়েছে ১৫ দিন।

খসড়া প্রবিধানগুলো হলো- স্বল্প অংকের বীমাদাবী বিরোধ নিষ্পতি বিধিমালা, একচ্যুয়ারি যোগ্যতা, দায়িত্ব ও কর্তব্য প্রবিধানমালা, বিশেষ নিরীক্ষার কার্যক্ষেত্র প্রবিধানমালা, বীমা কোম্পানির পরিচালক নির্বাচন বিধিমালা, লাইফ বীমাকারীর উদ্বৃত্ত বণ্টন প্রবিধানমালা, পরিসংখ্যান প্রবিধানমালা এবং একচ্যুয়ারি প্রতিবেদন ও সংক্ষিপ্তসার প্রবিধানমালা।

একচ্যুয়ারি প্রতিবেদন ও সংক্ষিপ্তসার প্রবিধানমালার খসড়া প্রকাশ করা হয়েছে ১ জানুয়ারি, ২০১৮। এছাড়া বাকী ৬টি প্রবিধানের খসড়া প্রকাশ করা হয়েছে ২ জানুয়ারি, ২০১৮। নির্ধারিত সময়ের মধ্যে খসড়া প্রবিধানগুলোর বিষয়ে বিশেষজ্ঞগণ এবং সর্বসাধারণও মতামত প্রকাশ করতে পারবেন। [email protected] এই ই-মেইলে অথবা আইডিআরএ বরাবর মতামতের হার্ডকপি পাঠাতে বলা হয়েছে।

আইডিআরএ'র পরিচালক (আইন) ড মহাঃ বশিরুল আলম স্বাক্ষরিত সংশ্লিষ্ট চিঠি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ও উপ-সচিব, জেবিসি ও এসবিসি'র ব্যবস্থাপনা পরিচালক, বিআইএ'র প্রেসিডেন্ট, বিআইএফ'র প্রেসিডেন্ট এবং বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।