ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্সের আকর্ষণীয় বাজার বাংলাদেশ: মিরাবিলিস সিইও

রহমান সিদ্দিকী: সরকারী ও বেসরকারী খাতে ব্যাপক নির্মাণ কাজ হচ্ছে মন্তব্য করে বাংলাদেশকে ইঞ্জিরিয়ারিং ইন্স্যুরেন্সের আকর্ষণীয় বাজার আখ্যায়িত করেছেন রিইন্স্যুরেন্স কোম্পানি মিরাবিলিস এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল জে মায়ার্স। ইঞ্জিরিয়ারিং খাতে পুনর্বীমা ব্যবস্থাপনা সুবিধা দিয়ে তার কোম্পানি ক্রমবর্ধমান এ ব্যবসায় দেশীয় নন-লাইফ বীমাকারীদের সঙ্গে থাকতে আগ্রহী বলেও জানান তিনি।

আফ্রিকা এবং নির্বাচিত আন্তর্জাতিক বাজারে বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং বীমা সেবা দেয়ার ক্ষেত্রে পছন্দের এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠালাভ করাই কোম্পানিটির মিশন, জানালেন সিইও।

আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সেমিনারটির আয়োজন করে ভারতের রিইন্স্যুরেন্স ব্রোকার ইউনিসন। বাংলাদেশের বাজারে কোম্পানিটিকে পরিচিত করা এবং এর ব্যবসা সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে এ  সেমিনার আয়োজন করা হয়। রাষ্ট্র মালিকানাধীন সাধারণ বীমা করপোরেশনসহ নন-লাইফ বীমাখাতের শীর্ষ স্থানীয় বেশ কিছু কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

কোম্পানিটির পরিচালনা এবং আর্থিক সামর্থের বিষয় তুলে ধরে মায়ার্স বলেন, দক্ষিণ আফ্রিকার বৃহত্তম অর্থিক প্রতিষ্ঠান সানলাম গ্রুপের সহযোগী শীর্ষস্থানীয় বীমা কোম্পানি সানটাম  রিইন্স্যুরেন্স এর একটি বিশেষায়িত শাখা হলো মিরাবিলিস। যারা ইঞ্জিনিয়ারিং রিইন্স্যুরেন্স সেবা দিয়ে থাকেন।

বিখ্যাত পুনর্বীমাকারী কোম্পানি মিউনিক রি’র সঙ্গে মিরাবিলিসের ব্যবসায়িক চুক্তি রয়েছে। এই চুক্তির বলে তারা মিউনিক রি'র রাবার স্টাম্প ব্যবহার করতে পারেন এবং তারা মিউনিক রি আফ্রিকা হিসেবে কাজ করেন। এই চুক্তির কারণে তাদের ক্রেডিট রেটিং এখন ডাবল এ মাইনাস(স্ট্যান্ডার্ড এন্ড মাইনাস)।

মিরাবিলিস ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকক, ক্যাপটাউন এবং ডারবানে এর শাখা কার্যালয় রয়েছে।
আফ্রিকা মহাদেশে, আটলান্টিক ও ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স সেবা দিচ্ছে মিরবিলিস।

২০১৭ সালের প্রথমার্ধে কোম্পানিটি ৮.৮ বিলিয়ন র‌্যান্ড বা ৬ হাজার ৭৬ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৯১২ টাকা (১ র‌্যান্ড= ৬.৯১ টাকা) পরিশোধ করেছে বলে জানানো হয়।

মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কন্ট্রাকটরস অল রিস্ক ইন্স্যুরেন্স (সিএআর), ইরেকশন অল রিস্ক ইন্স্যুরেন্স (ইএআর) ও অ্যাডভান্স লস অফ প্রফিটস ইন্স্যুরেন্স (এএলওপি) সেবা দিতে আগ্রহী মিরাবিলিস।

এর পাশাপাশি ইন্স্যুরেন্স বিষয়ে ধারণা ও সহায়তা প্রদান, ইন্স্যুরেন্স ব্রোকার এবং তাদের গ্রাহকদের কারিগরি সহায়তা, প্রতিযোগীতামূলক মূল্য নির্ধারণে কাঠামো ভিত্তিক বিকল্প উপস্থাপন, ইন্স্যুরেন্স ব্যয় ও ঝুঁকি কমিয়ে আনতে বাস্তবসম্মত ঝুঁকি ব্যবস্থাপনা প্রস্তাব এবং সীমলেস প্রজেক্ট ইন্স্যুরেন্স সেবা দিতে আগ্রহী মিরাবিলিস। দেশের নন-লাইফ বীমা কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স আন্ডাররাইটিং এর ওপর প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ অঞ্চলের জন্য কোম্পানিটির একক ঝুঁকি গ্রহণের সামর্থ ৮০ মিলিয়ন মার্কিন ডলার, জানান মিরাবিলাস সিইও।