কম প্রিমিয়াম হারে পলিসি করলে ব্রাঞ্চ বন্ধ করে দিবে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান ট্যারিফ ও কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রিমিয়াম হার অনুসরণ না করে কম প্রিমিয়াম হারে বীমা ঝুঁকি গ্রহণ করলে জরিমানাসহ সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। মঙ্গলবার এক পত্রে এ কথা জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

ওই পত্রে বলা হয়েছে, বর্তমানে কোন কোন নন-লাইফ বীমা কোম্পানি বিদ্যমান ট্যারিফের প্রিমিয়াম হার ও সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রিমিয়াম হার অনুসরণ না করে কম প্রিমিয়াম হারে বীমা ঝুঁকি গ্রহণ করছে।

তাছাড়া কান্ট্রি লিমিটের অতিরিক্ত বীমা ঝুঁকির ক্ষেত্রে দেশি/বিদেশি পুনর্বীমাকারীদের নিকট থেকে প্রিমিয়াম হার ও শর্তাবলী এনে তা প্রয়োগের জন্য কর্তৃপক্ষের যে দিক নির্দেশনা দেয়া আছে তাও যথাযথভাবে পালন করছে না।

এতে বিদ্যমান বীমা আইনের লঙ্ঘন হচ্ছে যা বীমা শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বীমা শিল্প বিপুল পরিমাণ প্রিমিয়াম হতে বঞ্চিত হচ্ছে। সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আয় হতে।

এরআগে ২০১১ সালের ১৮ এপ্রিল এক পত্রে নিয়ন্ত্রক সংস্থা জানায়, বীমা আইন, ২০১০ এর ১৭ ও ৬০ ধারা অনুযায়ী নির্ধারিত প্রিমিয়ামের চেয়ে কম প্রিমিয়াম হারে বীমা ঝুঁকি গ্রহণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এক্ষেত্রে ধারা ১৩০ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ৫ লাখ টাকা জরিমানাসহ সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বন্ধ করে দেয়ার বিষয় বিবেচনা করা হবে।

জনস্বার্থে এবং বীমা শিল্পের শৃঙ্খলা ও সুষ্ঠু উন্নয়ন নিশ্চিত করতে বীমা আইন, ২০১০ এর উল্লেখিত বিধানসমূহ কঠোরভাবে প্রয়োগ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।