গার্ডিয়ান লাইফের অভাবনীয় সাফল্য

প্রিমিয়াম সংগ্রহ ১৪৯ কোটি টাকা, ব্যয় ১১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালের ব্যবসায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে চতুর্থ প্রজন্মের বেসরকারি লাইফ বীমা কোম্পানি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। প্রিমিয়াম সংগ্রহ ও ব্যবস্থাপনা ব্যয় উভয় ক্ষেত্রেই কোম্পানিটির সাফল্য ঈর্ষণীয়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এ দাখিল করা কোম্পানিটির হিসাবে এমন চিত্রই পাওয়া গেছে।

আইডিআরএ'র তথ্য অনুসারে, বিদায় বছরে গার্ডিয়ান লাইফ সর্বেমোট ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে। যা আগের বছর তথা ২০১৬ সালে ছিল ৪৬ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে ২০১৭ সালে কোম্পানিটির মোট প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১০৩ কোটি ২৫ লাখ টাকা বা ২২৪ শতাংশ।  

এরমধ্যে গ্রুপ ও হেলথ বীমার প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ১৪১ কোটি ৮১ লাখ টাকা। যা দেশের সকল লাইফ বীমা কোম্পানির মধ্যে সর্বোচ্চ। এর আগের বছরে এ প্রিমিয়াম সংগ্রহ ছিল ৪২ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ ২০১৭ সালে গ্রুপ ও হেলথ বীমার প্রিমিয়াম সংগ্রহ ৯৮ কোটি ৮২ লাখ টাকা বা ২৩০ শতাংশ বেড়েছে।

এছাড়া একক ও গ্রুপ ব্যতীত প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ ২০১৭ সালে ৪ কোটি ৬২ লাখ টাকা। যা ২০১৬ সালে ছিল ২ কোটি ১৫ লাখ টাকা। আগের বছরের চেয়ে আলোচ্য বছরে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা, প্রবৃদ্ধি ১১৪ শতাংশ।

২০১৭ সালে গার্ডিয়ান লাইফের একক বীমার প্রিমিয়াম সংগ্রহ ১ কোটি ৩০ লাখ টাকা। যা ২০১৬ সালে ছিল ৫৮ লাখ টাকা। সে হিসাবে বছরটিতে একক বীমার প্রিমিয়াম সংগ্রহ ৭২ লাখ টাকা বা ১২৩ শতাংশ বেড়েছে।

বিদায় বছরে কোম্পানিটির নবায়ন প্রিমিয়াম সংগ্রহের পরিমাণ সর্বমোট ১ কোটি ৬৫ লাখ টাকা। যা এরআগের বছর ২০১৬ সালে ছিল ৪০ লাখ টাকা। সে হিসাবে ২০১৭ সালে মোট নবায়ন প্রিমিয়াম সংগ্রহ বেড়েছে ১ কোটি ২৪ লাখ টাকা বা ৩১৬ শতাংশ।

শুধুমাত্র ব্যবসা সংগ্রহে নয়, ব্যবস্থাপনা ব্যয় কমাতেও সফলতা দেখিয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। ২০১৭ সালে কোম্পানিটির প্রিমিয়াম আয়ের ওপর ব্যবস্থাপনা ব্যয়ের পরিমাণ ১১ শতাংশ। যা আগের বছরে ছিল ১৯ শতাংশ। অর্থাৎ বিদায় বছরে কোম্পানিটির প্রিমিয়াম আয়ে ব্যবস্থাপনা ব্যয় কমেছে ৮ শতাংশ।

২০১৭ সালে গার্ডিয়ান লাইফের সর্বমোট ব্যবস্থাপনা ব্যয় হয়েছে ১৬ কোটি ৩৮ লাখ টাকা। তবে ব্যয়ের অনুমোদন ছিল ৩৬ কোটি ৬৩ লাখ টাকা। অর্থাৎ অনুমোদিত সীমার চেয়ে ২০ কোটি ২৫ লাখ টাকা কম ব্যয় করেছে। কোম্পানিটি ২০১৬ সালেও অনুমোদিত সীমার চেয়ে ২৭ কোটি ৮৫ লাখ টাকা কম ব্যবস্থাপনা ব্যয় করেছে।

গার্ডিয়ান লাইফের বর্তমান লাইফ ফান্ডের পরিমাণ ১০৭ কোটি ২৬ লাখ টাকা। কোম্পানিটি সরকারি-বেসরকারি খাতে সর্বমোট বিনিয়োগ করেছে ৯৯ কোটি ১ লাখ টাকা। আর পেইড-আপ মূলধনের পরিমাণ ১৮ কোটি ২০ লাখ টাকা।

এ বিষয়ে কোম্পানিটির মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মনিরুল আলম তপন বলেন, আমরা নতুন কিছু করার চেষ্টা করছি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়ার পাশাপাশি শেয়ারহোল্ডারদের সর্বোচ্চ লভ্যাংশ দেয়ার বিষয় মাথায় রেখেই আমরা কোম্পানি পরিচালনা করছি। আর এ কারণেই সর্বোচ্চ কম খরচে ব্যবসা করার চেষ্টা করছি। গত বছরেই ব্যবস্থাপনা ব্যয় কমিয়ে এনেছি। ২০১৭ সালে ব্যয় আরো কমাতে পেরেছি।

তিনি আরো বলেন, আমরা এরইমধ্যে গ্রাহকদের জন্য সর্বোচ্চ পলিসি বোনাস ঘোষণা করেছি। যার পরিমাণ হাজারে ৫৫ টাকা। আমরা আশা করছি, এ বছর গ্রাহকদের জন্য পলিসি বোনাসের এ হার আরো বাড়বে।