দেশের ২৩ জেলায় কর্মী নিয়োগ করবে মেঘনা লাইফ
নিজস্ব প্রতিবেদক: দেশের ২৩টি জেলায় কর্মী নিয়োগ করবে বেসরকারি লাইফ বীমা কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। ফাইনান্সিয়াল এসোসিয়েট (এফএ), ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার ও জোন ইনচার্জ- এ ৪টি পদে এসব কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, নওগাঁ, দিনাজপুর, রাজবাড়ী, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবার ও খাগড়াছড়ি জেলায় এসব কর্মী ও কর্মকর্তাদের নিয়োগ দেয়া হবে।
যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি/ স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ফাইনান্সিয়াল এসোসিয়েট (এফএ)'র ক্ষেত্রে কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে অন্যান্য পদের ক্ষেত্রে ১ থেকে ৫ বছর শাখা ব্যবস্থাপনা, বীমা বিপণন ও বিক্রয় বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
এক্ষেত্রে বয়স হতে হবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে। কঠোর পরিশ্রমী, ইতিবাচক মানসিকতা সম্পন্ন, স্মার্ট, দৃঢ় প্রত্যয়ী ও সফল কর্মকর্তা হওয়ার আগ্রহ থাকতে হবে। সামাজিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িতদের অগ্রাধিকার দেয়া হবে।
সরকারি নিয়ম অনুযায়ী কমিশন ও সেলস ইনসেনটিভ তথা মেঘনা লাইফের নিয়মানুযায়ী রিমুনারেশন প্রদান করা হবে বলে জানিয়েছেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।
আগ্রাহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পূর্ব অভিজ্ঞতার সনদপত্র ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ এর মধ্যে ডাকযোগে বা [email protected] ই-মেইলে আবেদন করতে হবে।
ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা- নির্বাহী পরিচালক, উন্নয়ন প্রশাসন বিভাগ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রধান কার্যালয়, বিমান ভবন (৩য় তলা), ১০০ মতিঝিল বা/এ, ঢাকা- ১০০০।