এলআইসি'র জীবন রক্ষক: স্বল্প প্রিমিয়ামে পলিসি ও ঋণ সুবিধা

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও সর্বোচ্চ সেবা প্রদানে জীবন রক্ষক নামক পলিসি এনেছে এলআইসি বাংলাদেশ লিমিটেড। জীবন রক্ষক পলিসি মূলত লাভসহ বীমা পরিকল্প। এই পরিকল্পে ন্যুনতম প্রিমিয়ামে বীমা গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও সর্বোচ্চ সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছে। এতে প্রিমিয়ামে ছাড়সহ রয়েছে বীমা অংকের ভিত্তিতে বিশেষ ছাড়। ৩ বছর পর ঋণ সুবিধা ছাড়াও গ্রাহকদের দেয়া হচ্ছে নানান সুবিধা।

জীবন রক্ষক পরিকল্পের সম্পূর্ণ প্রিমিয়াম পরিশোধের পর অর্থাৎ মেয়াদ শেষে গ্রাহক তার জমাকৃত টাকার (বীমা অংক) সঙ্গে কোম্পানি ঘোষিত বোনাস ও অতিরিক্ত বোনাস পাবেন। এছাড়া ৫ বছর নিয়মিত প্রিমিয়াম দেয়ার পর পলিসি চলাকালে পলিসিহোল্ডারের অনাকাংখিত মৃত্যুতে বোনাসসহ বীমা অংকের ১২৫ শতাংশ প্রদান করা হয়। যার পরিমাণ হবে বার্ষিক প্রিমিয়ামের নূন্যতম ১০ গুণ। ৭০ বছর বয়সের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু হলে বীমা রাশির দ্বিগুণ পাওয়া যাবে। কোন অবস্থাতেই মৃত্যু দাবির পরিমাণ প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশের কম হবে না।

পলিসি গ্রহণের ৫ বছরের মধ্যে পলিসিহোল্ডার এর মৃত্যু হলে বীমা রাশি এবং এডিশনাল লয়ালটি দেয়া হবে।

বীমা অংক ১.৫০ লাখ টাকা বা তার বেশি হলে প্রতি হাজারে ১.৫০ টাকা ছাড় দেয়া হয় এ পলিসিতে। অর্থাৎ ২ লাখ টাকা বীমা অংক হলে গ্রাহক পাবেন ৩ শত টাকা ছাড়।

বাৎসরিক, ষান্মাসিক, ত্রৈমাসিক ও মাসিকভিত্তিতে প্রিমিয়াম পরিশোধ করা যায়। তবে বাৎসরিক ভিত্তিতে প্রিমিয়াম পরিশোধ করলে ২ শতাংশ ছাড় পাওয়া যাবে। তাছাড়া ষান্মাসিক ভিত্তিতে প্রিমিয়াম পরিশোধে ১% ছাড় রয়েছে। তবে ত্রৈমাসিক ও মাসিক মোডে কোন ছাড় নেই।

এছাড়া কোন কারণে গ্রাহক প্রিমিয়াম প্রদান করতে না পারলে পরবর্তী দু'বছরের মধ্যে পলিসি পুনরায় চালু করা যায়। অর্থাৎ প্রিমিয়াম প্রদান বন্ধের দুই বছরের মধ্যে এই পলিসি পুনরায় চালুর সুযোগ রয়েছে।

জীবন রক্ষক পরিকল্প গ্রহণের জন্য গ্রাহকের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে শেষ জন্মদিন অনুসারে ০৮ বছর। আর সর্বোচ্চ বয়স ধরা হয়েছে নিকটতম জন্মদিন অনুসারে ৫৫ বছর। এক্ষেত্রে ম্যাচুরিটির সর্বাধিক বয়স নির্ধারণ করা হয়েছে নিকটতম জন্মদিন অনুসারে ৭০বছর।

১০ থেকে ২০ বছর মেয়াদে এ প্লান নিতে পারবে গ্রাহক। এক্ষেত্রে ন্যুনতম বীমা অংক ৭৫ হাজার টাকা থেকে ২ লাখ টাকার গুণিতকে নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, দেশের প্রথম দেশি-বিদেশি যৌথ মালিকানার বীমা কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ লিমিটেড। ২০১৬ সালের ১৮ অক্টোবর এলআইসি বাংলাদেশ নামে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে কম প্রিমিয়াম রেটে বীমা সুবিধা দিতে বাংলাদেশের বাজারে পাঁচ ধরনের বীমা পলিসি এনেছে কোম্পানিটি।