কাল কোম্পানি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করবে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: সকল বীমা করপোরেশন ও বীমা কোম্পানির চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভায় বীমা প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যানদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। গতকাল রোববার এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানিগুলোতে পাঠানো হয়েছে।