আরো ৩ প্রবিধান চূড়ান্ত করতে মতামত চেয়েছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: পরিদর্শন ও তথ্য চাহিবার ক্ষমতা প্রবিধানমালাসহ আরো ৩টি প্রবিধানের খসড়া চূড়ান্ত করতে মতামত চেয়েছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়নন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । খসড়া প্রবিধানগুলো কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে মতামত পাঠাতে সময় দেয়া হয়েছে ১৫ দিন।
খসড়া প্রবিধানগুলো হলো- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক পরিদর্শন ও তথ্য চাহিবার ক্ষমতা প্রবিধানমালা, জীবন বীমা কোম্পানির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা এবং নন-লাইফ বীমা কোম্পানির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা। পরিদর্শন ও তথ্য চাহিবার ক্ষমতা প্রবিধানমালার খসড়া গত ৩০ জানুয়ারি এবং হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা দু'টির খসড়া গত ২২ জানুয়ারি প্রকাশ করা হয়েছে ।
এরআগে স্বল্প অংকের বীমাদাবী বিরোধ নিষ্পতি বিধিমালা, একচ্যুয়ারি যোগ্যতা, দায়িত্ব ও কর্তব্য প্রবিধানমালা, বিশেষ নিরীক্ষার কার্যক্ষেত্র প্রবিধানমালা, বীমা কোম্পানির পরিচালক নির্বাচন বিধিমালা, লাইফ বীমাকারীর উদ্বৃত্ত বণ্টন প্রবিধানমালা, পরিসংখ্যান প্রবিধানমালা এবং একচ্যুয়ারি প্রতিবেদন ও সংক্ষিপ্তসার প্রবিধানমালা চূড়ান্ত করতে মতামত চেয়েছে আডিআরএ।
আইডিআরএ'র পরিচালক (আইন) ড মহাঃ বশিরুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে খসড়া প্রবিধানগুলোর বিষয়ে বিশেষজ্ঞগণ এবং সর্বসাধারণও মতামত প্রকাশ করতে পারবেন। [email protected] এই ই-মেইলে অথবা আইডিআরএ বরাবর মতামতের হার্ডকপি পাঠাতে বলা হয়েছে।