বীমা খাত উন্নত হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে: বিআইএ প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: বীমা খাত উন্নত হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। তিনি বলেছেন, যেদেশের বীমা খাত বেশি উন্নত- বেশি শক্তিশালী, সেদেশের অর্থনীতি ততটা শক্তিশালী।

আজ সোমবার রাজধানীতে পপুলার লাইফের বীমা দাবি পরিশোধ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিআইএ'র প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তিনি এসব কথা বলেছিলেন বলেও জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারি।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ কবির হোসেন বলেন, উন্নত দেশগুলোতে ব্যাংক গ্যারান্টির চেয়ে, ইন্স্যুরেন্স গ্যারান্টি বেশি শক্তিশালী। তারা বীমাকেই বেশি দাম দেয়। কিন্তু আমাদের দেশে এটা হয় না। ইন্স্যুরেন্স গ্যারান্টিকে বেশি গুরুত্ব দেয়ার আহবান জানান তিনি।

প্রতিটি স্থাপনা, প্রতিটি মানুষের বীমা করা উচিত বলে মন্তব্য করেন বিআইএ প্রেসিডেন্ট। এ জন্য তিনি সরকারকে সহযোগিতা করার আহবান জানান। তিনি বলেন, মানুষ বাড়ি করতে ব্যাংক থেকে ঋণ নেয়ার জন্য বীমা করে। কিন্তু ঋণ পরিশোধ হলে আর বাড়িটির বীমা করে না। এটা করার নিয়ম নাই। এজন্য সরকারের উচিত বীমাটা বাধ্যতামূলক করে দেয়।

দাবি পরশোধ অনুষ্ঠানে শেখ কবির হোসেন বলেন, আমার খুব ভালো লাগছে যে পপুলার লাইফ এতো বড় একটা অনুষ্ঠান আয়োজন করে ১০ হাজার ১৬৬টি দাবি পরিশোধ করছে। এটা কিন্তু চাট্টিখানী কথা নয়। এটা খুব কমই দেখা যায়। আমাদের দেশেও দেখিনি এবং অন্য কোন দেশেও দেখিনি।

বিআইএ প্রেসিডেন্ট বলেন, আমরা বীমা দাবি দেই না, কথাটি সঠিক নয়। আমরা বীমা দাবি দেই। বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বীমা দাবি দিতে চেয়েও অনেক সময় পারি না। দাবির টাকা দেয়া হয় ব্যাংক একাউন্টের মাধ্যমে। গ্রামের গ্রাহকরা এসব বিষয় ভালো জানেন না। না জানার কারণে অনেক সময় চেকটা নষ্ট হয়ে যায় বা প্রতারণার শিকার হয়।

পপুলার লাইফ ও এর গ্রাহকদের একটি পরিবার উল্লেখ করে শেখ কবির হোসেন বলেন, হাজার হাজার মানুষ এই পরিবারের সদস্য। এরকম একটা পরিবার যদি প্রতিটি কোম্পানির হয়, তাহলে কত ভালো হয়। সেক্ষেত্রে ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি হবো একজন বড় পরিবারের বড় মুরব্বী, বলেন শেখ কবির।