বীমা খাত পিছিয়ে থাকার জন্য সরকারও দায়ি: শেখ কবির হোসেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বলেছেন, সত্যিকার অর্থেই বীম খাতটা এখন বাংলাদেশে যত খাত আছে তারমধ্যে সবচেয়ে দুর্বল। আমরা অনেক পিছিয়ে আছি। এটার কারণ শুধু আমরাই না, সরকারও। আজ বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে বীমা বিষয়ক একটি সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ কবির হোসেন বলেন, এ খাতের ওপর বিগত সরকারগুলোর কিছুটা নেগলিজেন্সি ছিল। এটার প্রতি তাদের খেয়াল ছিল না। আর আমরা যারা কোম্পানির মালিক ছিলাম বা ম্যানেজিং ডাইরেক্টর বা ইন্স্যুরেন্সে কর্মরত ছিলাম, তারাও এ সেক্টরটাকে সেরকমভাবে দেখিনি কোন সময়। এর সমাধান করার জন্য আমি আপনাদের নিয়ে অনেক চেষ্টা করেছি। কিন্তু এখনো সমাধান হয়নি।

তিনি আরো বলেন, আমি সব সময়ই বলে থাকি- যেদেশে ইন্স্যুরেন্স সেক্টর যত শক্তিশালী সেদেশে ইকনোমিক কন্ডিশন তত স্ট্রং। আসলেও কিন্তু তাই-ই। আমরা যখন কারো বীমা করি তখন কিন্তু তিনি নিরাপদ থাকেন আমাদের কাছে। কিন্তু সেই নিরাপদে যদি সন্দেহ থাকে যে, আমি নিরাপদ নাই, তাহলে কিন্তু খারাপ। সেই সন্দেহটা দূরীভূত করতে হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সৈয়দ শাহরিয়ার আহসান। এতে সমাপনী বক্তব্য রাখেন বিআইএ'র প্রথম ভাইস-প্রেসিডেন্ট প্রফেসর রুবিনা হামিদ।