প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

পেছনের তারিখ দেখিয়ে পলিসি বিক্রি তদন্তে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা কোম্পানিগুলোর ২০১৭ সালের ডিসেম্বর মাস দেখিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত পলিসি বিক্রি করার বিষয়ে খতিয়ে দেখতে মাঠে নেমেছে তদন্ত দল। এ লক্ষ্যে একাধিক তদন্ত দল গঠন করা হয়। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানিসহ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য যে, ২০১৭ সালের ডিসেম্বর মাসের শেষদিকের তারিখ দেখিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত পলিসি বিক্রি করে লাইফ খাতের বীমা কোম্পানিগুলো।

আইডিআরএ দাখিল করা ২০১৭'র প্রথম বর্ষ প্রিমিয়াম আয়ের হিসাব পূরণ না হওয়ায় এ সিদ্ধান্ত নেয় কোম্পানিগুলো। এ পদ্ধতিতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পলিসি বিক্রি করতে কোম্পানিগুলো মৌখিক নির্দেশ দেয়  মাঠ পর্যায়ের অফিসকে। লক্ষ্যমাত্রা পূরণ করতে পেছনের তারিখ দেখিয়ে পলিসি বিক্রি করতে থাকে মাঠ কর্মকর্তারা।

অথচ, আইডিআরএ’র নির্দেশনা অনুসারে পেছনের তারিখ দেখিয়ে পলিসি বিক্রি করার সুযোগ নেই। এ ধরণের পলিসিতে তারিখের গোঁজামিল থাকায় বীমা দাবি উঠলে গ্রাহককে বঞ্চিত করার সুযোগ থাকে বলে এটা গ্রাহকের সঙ্গে প্রতারণার সামিল।

ইন্স্যুরেন্স নিউজবিডিতে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনের প্রেক্ষিতে পাঠকরা তীব্র প্রতিক্রিয়া জানায়। পাঠকদের কাছ থেকে বিভিন্ন মন্তব্য আসতে থাকে ফেইসবুকে। কয়েকজন পাঠক বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে আইডিআরএ’র কাছে অনুরোধ জানায়।

এর পরই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত দল গঠন করার সিদ্ধান্ত নেয় আইডিআরএ।

আইডিআরএ সূত্রে জানা গেছে, খুব গোপনীয়তার সাথে এ তদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যেই বড় কোম্পানিতে তদন্ত দল কাজ শুরু করেছে। বীমা খাতের স্বচ্ছতা আনার জন্য কাজ করছে আইডিআরএ।

আইডিআরএ'র সদস্য গকুল চাঁদ দাস বলেন, লাইফ খাতের কোম্পানিগুলোর পেছনের তারিখ দেখিয়ে পলিসি বিক্রির বিষয়ে অভিযোগ উঠেছে। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নজরে এসেছে। এটি আইডিআএ'র গত ১৯ ডিসেম্বর জারি করা সার্কুলারের লঙ্ঘন। বীমা খাতের স্বচ্ছতা আনার স্বার্থে অভিযোগ তদন্তের জন্য পরিদর্শন দল কাজ করছে। প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে বীমা আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।