আইডিআরএ ও চেয়ারম্যানদের মতবিনিময় সভা

বীমাখাতের উন্নয়নে ব্যাংকাস্যুরেন্স চালুসহ ১০ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা শিল্পের উন্নয়নে ব্যাংকাস্যুরেন্স চালুর উদ্যোগ গ্রহণসহ ১০টি সিদ্ধান্ত গ্রহণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । সরকারি-বেসরাকরি সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেয় হয়।

কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীমা কোম্পানির চেয়ারম্যান ও মূখ্য নির্বাহী কর্মকর্তাদের একসাথে মতবিনিময় সভা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের অধিক ব্যবস্থাপনা ব্যয় পরিহার করার জন্য উদ্যোগ গ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়।

বীমা দাবি দ্রুত নিষ্পত্তির বিষয়ে গুরুত্ব প্রদান এবং অনিষ্পন্ন বীমা দাবি দ্রুত নিষ্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও নন-লাইফে নির্ধারিত সীমার চেয়ে অধিক কমিশন বন্ধসহ লাইফ ও নন-লাইফ সেক্টরে সুষ্ঠু তদারকির জন্য একটি সমন্বিত সফটওয়্যার চালুর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বের উন্নত দেশসমূহের ন্যায় বাংলাদেশেও ব্যাংকাস্যুরেন্স চালুর উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়। বীমা গ্রহীতা এবং সাধারণ বীমা করপোরেশনকে যথাসময়ে সার্ভে/ জরিপ প্রতিবেদন প্রদান করা এবং সার্ভেয়ারদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

রিটার্ন বাড়ানোর জন্য বিনিয়োগের ক্ষেত্র আরও বাড়ানোর বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণেরও সিদ্ধান্ত নেয়া হয়। লাইফ বীমা কোম্পানিসমূহের একচ্যুয়ারিয়াল ভ্যালুয়েশন এর বেসিস কর্তৃপক্ষ কর্তৃক দ্রুত অনুমোদন দেয়া এবং প্রবাসী শ্রমিকদের জন্য বীমা সুবিধা প্রদান ও স্কুল বীমা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয় সভায়।